img

বিয়ে করছেন অভিনেতা সিদ্দিকের প্রাক্তন স্ত্রী মারিয়া মিম। এমন খবর ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। তবে এই খবরকে ‘মিথ্যা’ হিসেবে আখ্যা দিলেন মারিয়া মিম। কালের কণ্ঠকে বললেন, ‘বিয়ে করেছি এমন কথা আমি কোথাও বলিনি।

 

কারা এসব বানায়। তবে এটা সত্য যে আমি প্রেম করছি। বিয়ের পরিকল্পনা এখন নেই।’

 

ছোট পর্দার অভিনেতা সিদ্দিকুর রহমানকে বিয়ে করে দেশে স্থায়ী হয়েছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত স্পেনের নাগরিক মারিয়া মিম।

এরপর মডেলিং শুরু করেছিলেন তিনি। চেয়েছিলেন মিডিয়াতে ক্যারিয়ার গড়তে। কিন্তু সেই পথে বাধা হয়ে দাঁড়ান সিদ্দিক। স্ত্রীকে সংসারেই মনোযোগী হতে বলেন।

বিষয়টি নিয়ে দুজনের মধ্যে মনোমালিন্য শুরু হয়। যা এক পর্যায়ে ডিভোর্সে রূপ নেয়। ২০১৯ সালে আলাদা হয়ে যান এই দম্পতি।

এরপর পেরিয়ে গেছে ৬ বছর। নতুন করে আবারও সম্পর্কে জড়িয়েছেন সিদ্দিকের প্রাক্তন স্ত্রী মারিয়া মিম।

 

সম্প্রতি ইনস্টাগ্রামে এক যুবকের সঙ্গে একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। যেখানে নিজের ভালোবাসার মানুষের চেহারা ঢেকে রাখলেও ওই যুবককে ‘আমার ভালোবাসা’ বলেই সম্বোধন করেছেন এই মডেল ও অভিনেত্রী।

 

সম্পর্কের বিষয়টি আগেই জানান দিয়েছিলেন মিম। তবে বুধবার বিকেলে কালের কণ্ঠকে বললেন, ‘আমি একটা সম্পর্কে রয়েছি। এখন আমি প্রেম করছি। বিয়ে বা এ ধরনের কোনো পরিকল্পনা নিয়ে আমরা আলাপ করিনি।’

প্রেমিক বা হবু বর সম্পর্কে এখনই কিছু বলতে রাজি নন এই মডেল। বললেন, ‘দেখেন, আমি কোনো কিছুই গোপন করি না। যখন বিয়ে করব তখন সবাই সেটা দেখবে। আর আমার প্রেমিক সম্পর্কে এখনই কোনো তথ্য দেব না।’

অন্যদিকে এক সাক্ষাৎকারে মারিয়া মিম জানান, তিনি শিগগিরই বিয়ে করতে চলেছেন। আর প্রেমিককেই বিয়ে করতে যাচ্ছেন তিনি। মারিয়া বলেন, ‘হ্যাঁ, আমি প্রেম করছি। তবে সে মিডিয়ার কেউ না, সাধারণ মানুষ। সামনে আমাদের বিয়ে।’ 

অন্যদিকে প্রাক্তন স্বামী সিদ্দিককে নিয়ে প্রশ্নে কিছুটা রেগেই যান তিনি। স্পষ্ট বলেন, ‘সিদ্দিক তো এখন আমার প্রাক্তন, পরপুরুষ। ডিভোর্সের পর তার সঙ্গে দেখা করাও পাপ। তাই প্লিজ, আমাকে তার সঙ্গে আর জড়াবেন না।’

এই বিভাগের আরও খবর