img

পাকিস্তান সফর থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন নাহিদ রানা। স্কোয়াডে থাকলেও তাই পাকিস্তানে যাচ্ছে না বাংলাদেশের এই পেসার। তার মতো এই সফরে যাচ্ছেন না বাংলাদেশ দলের কোচিং প্যানেলের দুজন সদস্যেও।

সেই দুজন হচ্ছেন স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কেলি ও ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট।

 

তিন ম্যাচের দ্বিপক্ষীয় সিরিজটি সামনে রেখে ক্রিকেটারসহ অন্যান্যদের কাছে বিসিবি জানতে চেয়েছিল, কারা এই সিরিজে যেতে চায় আর কারা যেতে চায় না। বিসিবির এমন জানতে চাওয়ার বিপরীতে সিরিজ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছেন নাহিদ ও দুই কোচিং স্টাফ।

 

এর আগে অবশ্য পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে পাকিস্তানে গিয়েছিলেন নাহিদ রানা। যদিও পেশোয়ার জালমির হয়ে টুর্নামেন্টে ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি।

 

টুর্নামেন্ট চলাকালীন ভারত-পাকিস্তান সংঘাত শুরু হলে দেশে ফিরে আসেন সতীর্থ রিশাদ হোসেনের সঙ্গে। লাহোর কালান্দার্সের হয়ে পাঁচ ম্যাচ খেলা লেগস্পিনার অবশ্য পাকিস্তানে যাবেন।

 

শুরুতে পাঁচ ম্যাচের সিরিজ হওয়ার কথা থাকলেও সেটি এখন তিন ম্যাচের হবে। আজ পাকিস্তান ক্রিকেট বোর্ড সূচিও প্রকাশ করেছে।

 

আগামী ২৮ মে সিরিজটি শুরু হবে। বাকি দুটি ম্যাচ ৩১ মে ও ১ জুন। সব ম্যাচই লাহোরে হবে। বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছেন লিটন দাসরা। আজ তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

প্রথম দুই ম্যাচে একটি করে জয় পেয়েছে উভয় দলই। সিরিজটি শেষে আরব আমিরাত থেকেই আগামী ২৫ মে পাকিস্তানে যাবে বাংলাদেশ।

 

এই বিভাগের আরও খবর