ছত্তিশগড়ে শীর্ষস্থানীয় মাওবাদী নেতাসহ নিহত ২৭

ভারতের ছত্তিশগড় রাজ্যের নারায়ণপুর জেলায় সেনা অভিযানে ২৭ মাওবাদী নিহত হয়েছেন, যাদের মধ্যে রয়েছেন নিষিদ্ধ ঘোষিত কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া-মাওইস্ট (সিপিআই-মাওইস্ট) দলের শীর্ষস্থানীয় নেতা নাম্বালা কেশব রাও ওরফে বাসবরাজু। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বুধবার এ তথ্য জানিয়েছেন।
এক বিবৃতিতে শাহ বলেন, ‘আজ নারায়ণপুরে একটি অভিযানে আমাদের নিরাপত্তা বাহিনী ২৭ জন ভয়ংকর মাওবাদীকে নির্মূল করেছে, যার মধ্যে রয়েছেন সিপিআই-মাওইস্টের সাধারণ সম্পাদক বাসবরাজু, যিনি এই আন্দোলনের মূল কেন্দ্র ছিলেন।’
তিনি আরো জানান, ‘গত তিন দশকে ভারতের নকশালবিরোধী যুদ্ধে এই প্রথম কোনো সাধারণ সম্পাদক পদমর্যাদার নেতা সেনাবাহিনীর হাতে নিহত হলেন।’
প্রায় ছয় দশক আগে হিমালয়ের পাদদেশের গ্রাম নকশালবাড়িতে জমিদারদের বিরুদ্ধে বিদ্রোহের মাধ্যমে যে আন্দোলনের সূচনা হয়েছিল, তা-ই পরে নকশাল আন্দোলন বা মাওবাদী বিদ্রোহ নামে পরিচিতি পায়। এতে এ পর্যন্ত ১২ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে, যাদের মধ্যে রয়েছে বিদ্রোহী, নিরাপত্তা বাহিনীর সদস্য ও সাধারণ নাগরিক।
২০০০-২০০৯ সাল সময়কালের মাঝামাঝি সময়ে এই বিদ্রোহ দেশটির প্রায় এক-তৃতীয়াংশ এলাকায় ছড়িয়ে পড়ে এবং তখন এর সশস্ত্র সদস্য সংখ্যা ছিল আনুমানিক ১৫ থেকে ২০ হাজার।
অমিত শাহ আরো বলেন, ‘এই বড় সাফল্যের জন্য আমি আমাদের সাহসী নিরাপত্তা বাহিনী ও সংস্থাগুলোর প্রশংসা জানাই।’
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সাম্প্রতিক অভিযানগুলোর অংশ হিসেবে ছত্তিশগড়, তেলেঙ্গানা ও মহারাষ্ট্র রাজ্যে ৫৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আরো ৮৪ জন নকশাল আত্মসমর্পণ করেছেন।
তিনি ফের ঘোষণা দেন, ‘মোদি সরকার ২০২৬ সালের ৩১ মার্চের মধ্যে দেশ থেকে নকশালবাদের মূলোৎপাটন করার দৃঢ় অঙ্গীকারে কাজ করে যাচ্ছে।’