img

ইউক্রেনের সীমান্তবর্তী সুমি অঞ্চলে প্রশিক্ষণ মহড়ার সময় রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ছয় ইউক্রেনীয় সেনা নিহত এবং ১০ জনেরও বেশি আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির ন্যাশনাল গার্ড বাহিনী।

সুমি অঞ্চলে ইউক্রেনীয় সেনাদের ওপর প্রাণঘাতী হামলার বিষয়টি স্থানীয় সময় বুধবার সকালে নিশ্চিত করে ইউক্রেনের ন্যাশনাল গার্ড বাহিনী। তারা জানায়, একটি ফায়ারিং রেঞ্জে মহড়ার সময় এই হামলা হয়। ইউনিটের কমান্ডারকে বরখাস্ত করা হয়েছে এবং একটি আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে।

 

এর আগে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি ভিডিও প্রকাশ করে দাবি করে, তারা একটি প্রশিক্ষণ ক্যাম্পে ইস্কান্দার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। এই হামলায় ৭০ জন পর্যন্ত নিহত হতে পারে বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানিয়েছে। 

এ ছাড়া রুশ বাহিনীর প্রকাশ করা অযাচাইকৃত ভিডিওতে দেখা যায়, একটি বনাঞ্চলের কাছে পথে বহু সেনা হাঁটছেন, এরপর একটি বিস্ফোরণ ও ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। বিবিসি ভেরিফাইয়ের বিশ্লেষণে দেখা গেছে, উত্তর সুমির একটি এলাকায় এই প্রশিক্ষণ শিবির ছিল, যা রুশ সীমান্ত থেকে কিছুটা দূরে।

এই হামলাকে ইউক্রেনীয় বাহিনীর জন্য একটি বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে।

 

সুমি অঞ্চল এর আগেও বারবার রুশ গোলাবর্ষণের শিকার হয়েছে। এই অঞ্চল থেকেই ইউক্রেন পার্শ্ববর্তী রাশিয়ার কুরস্ক অঞ্চলের একটি অংশে কয়েক মাসব্যাপী অভিযান চালিয়েছিল। ইউক্রেনের সামরিক বাহিনীর দাবি, এই অভিযান সুমি অঞ্চল রক্ষায় একটি নিরাপত্তা বাফার গড়ার লক্ষ্যে পরিচালিত হয়েছিল, যদিও অনেকেই এতে ইউক্রেনের সামরিক ক্ষয়ক্ষতির মাত্রা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

 

অন্যদিকে ক্রেমলিন জানিয়েছে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গলবার কুরস্ক অঞ্চলে কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ইউক্রেনীয় বাহিনীকে হটানোর পর এটি ছিল তার প্রথম সফর। তিনি স্বেচ্ছাসেবকদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং একজন অস্থায়ী গভর্নরের সঙ্গে বৈঠক করেন। এ ছাড়া তিনি একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন বলেও রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে জানানো হয়।

 

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসন শুরু করে রাশিয়া এবং তারপর তারা ইউক্রেনের পূর্বাঞ্চলের চারটি অঞ্চল নিজেদের বলে ঘোষণা করেছে, যদিও এর অনেক অংশ এখনো ইউক্রেনের নিয়ন্ত্রণে রয়েছে।

 

ইউক্রেনের কুরস্ক অভিযান রাশিয়ার পূর্বাঞ্চলীয় অগ্রযাত্রা থামাতে পারেনি, যদিও যুদ্ধক্ষেত্রে অগ্রগতি ধীর। পূর্বাঞ্চলীয় দ্রুজবা, পেত্রিভকা ও তোরেস্ক লক্ষ্য করে রাতে রাশিয়া ১৪টি আক্রমণ চালিয়েছে বলে জানিয়েছে ইউক্রেনীয় বাহিনী। পূর্বাঞ্চলীয় শহর পোকরভস্কের কাছে অবস্থানকারী এক ইউক্রেনীয় সেনা বিবিসিকে জানান, রুশ বাহিনী সেখানে বড় আকারে আক্রমণ চালাচ্ছে। তারা একটি গুরুত্বপূর্ণ সরবরাহ রোড লক্ষ্যবস্তু করছে এবং ইউক্রেনীয় বাহিনীর জন্য অবস্থান ধরে রাখা ক্রমে কঠিন হয়ে পড়ছে।

এদিকে যুদ্ধবিরতির আশায় ইস্তাম্বুলে গত শুক্রবার ইউক্রেন ও রাশিয়ার মধ্যে নিম্ন পর্যায়ের বৈঠক হলেও তা থেকে আশার কোনো বার্তা মেলেনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভ্যাটিকানকে মধ্যস্থতার প্রস্তাব দিলেও ভ্যাটিকান জানিয়েছে, এটি আপাতত শুধু ‘আশা’, কোনো নির্দিষ্ট পরিকল্পনা নয়।

এ ছাড়া মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, রাশিয়া শিগগিরই যুদ্ধবিরতির জন্য তাদের ‘প্রশস্ত শর্ত’ উপস্থাপন করবে বলে তিনি আশা করছেন। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়া কেবল ‘কালক্ষেপণ’ করছে, যেন তারা যুদ্ধ ও দখল চালিয়ে যেতে পারে।

এই বিভাগের আরও খবর


সর্বশেষ