img

দেশের বিভিন্ন সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতাল, থানা হাসপাতালসহ বিভিন্ন সরকারি স্বাস্থ্যসেবা খাতে কর্মরত মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট পদকে ১১তম গ্রেড থেকে দশম গ্রেডে উন্নীতকরণের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

মঙ্গলবার (২০ মে) এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে।

স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব সুজিৎ দেবনাথ স্বাক্ষরিত এক স্মারকে এ প্রস্তাব পাঠানো হয়।

 

স্বাস্থ্যসেবা বিভাগ জানিয়েছে, বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট পদসমূহ দশম গ্রেডে উন্নীতকরণের বিষয়ে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে স্মারকলিপি দেওয়া হয়েছে।

 

ফলে স্বাস্থ্য বিভাগ থেকে একটি কমিটি গঠন করা হয়। কমিটি বর্ণিত পদকে দশম গ্রেডে উন্নীতকরণের জন্য মতামত দিয়েছে।

 

এতে মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট পদকে ১১তম গ্রেড থেকে দশম গ্রেডে উন্নীতকরণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পাঠানো হলো।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দুই দশকেরও বেশি সময় ধরে মেডিক্যাল টেকনোলজিস্ট, মেডিক্যাল অ্যাসিসটেন্টদের পদমর্যাদা ও বেতন স্কেল বাড়ানোর প্রক্রিয়া আটকে রয়েছে।

 

ডিপ্লোমা প্রকৌশলীদের পদমর্যাদা ও বেতন স্কেল বাড়ানোর পর থেকেই তারা এ দাবি করে আসছেন।

 

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দশম গ্রেড পদমর্যাদার দাবি আলোচনায় এসেছে। এ নিয়ে গত ২ জানুয়ারি আন্ত মন্ত্রণালয় বৈঠক হয়। বৈঠকে ইতিবাচক সিদ্ধান্ত এলে মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের প্রায় দুই দশকের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে।

এই বিভাগের আরও খবর