img

হত্যাচেষ্টা মামলায় নুসরাত ফারিয়ার জামিন আবেদন নামঞ্জুর করে অভিনেত্রীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (১৯ মে) সকাল সাড়ে ১০টায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক এই আদেশ দেন। 

এদিন সকালে তাকে ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় আনা হয় এবং পরবর্তী সময়ে আদালতে তোলা হয়। অভিনেত্রীকে আদালতে তোলারও ঘণ্টা কয়েক আগে আদালত চত্বরে আসেন অভিনেত্রী নুসরাত ফারিয়ার মা ফেরদৌসী বেগম।

 

কিন্তু মেয়ের দেখা পাননি তিনি।

 

দেখা না পেয়ে শুনানি শেষ হলে আইনজীবীর মাধ্যমে ফারিয়ার খোঁজখবর নেন অভিনেত্রীর মা। আইনজীবীর কাছে জানতে চেয়েছেন, ফারিয়া শারীরিক ও মানসিকভাবে ভালো আছে কি না! এ সময় গণমাধ্যমকর্মীরা কথা বলতে চাইলেও তাদের সঙ্গে কথা বলতে চাননি তিনি। বিমর্ষ মুখেই আদালত থেকে ফিরে যান।

 

আদালত সূত্রে জানা গেছে, নুসরাত ফারিয়াকে আদালত থেকে জেলহাজতে নেওয়া হয়। সেখানে পানি পান করেন নুসরাত ফারিয়া। পরে তাকে একটি প্রিজন ভ্যানে তোলা হয়। সকাল ১১টার দিকে প্রিজন ভ্যানটি ঢাকার সিএমএম আদালত থেকে কাশিমপুর মহিলা কারাগারের উদ্দেশে ছেড়ে যায়।

 

এদিকে নুসরাত ফারিয়াকে গ্রেপ্তারের পর দেশের শোবিজ অঙ্গন এখন উত্তপ্ত। তারা এই গ্রেপ্তারের বিরুদ্ধে কথা বলছেন, সামাজিক মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছেন।

এর আগে রবিবার (১৮ মে) দুপুরে থাইল্যান্ড যাওয়ার সময় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। এরপর তাকে ভাটারা থানায় হস্তান্তর করা হয় এবং পরে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে থানার একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

এই বিভাগের আরও খবর


সর্বশেষ