ভারতের সিদ্ধান্ত সম্পর্কে আনুষ্ঠানিকভাবে অবগত নয় বাংলাদেশ

স্থলপথে বাংলাদেশ থেকে তৈরি পোশাকসহ কয়েকটি পণ্য ভারতে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। ভারতের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় গতকাল শনিবার এক বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে।
তবে স্থলপথে ভারতের এই সিদ্ধান্ত সম্পর্কে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে অবগত নয় বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
তিনি বলেন, বাংলাদেশি পণ্যের ক্ষেত্রে ভারত তাদের কয়েকটি স্থলবন্দর বন্ধের ঘোষণা দেওয়ায় দুই দেশের ব্যবসায়ীরাই ক্ষতিগ্রস্ত হবে।
তবে কী কী পণ্য এসব স্থলবন্দর দিয়ে যাতায়াত নিষিদ্ধ হলো তা আনুষ্ঠানিক এবং বিস্তারিত জানার পর ব্যবস্থা নেবে বাংলাদেশ।
আজ রবিবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা।
তিনি আরো বলেন, তবে যে সিদ্ধান্তের কথা ভারতীয় ওয়েবসাইটে বলা হয়েছে সেটা আনুষ্ঠানিকভাবে জানানো হলে দুই দেশ মিলে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
নিজেদের পণ্য দিয়ে প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে হলে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।