img

অবশেষে আইপিএলে খেলার জন্য বিসিবির ছাড়পত্র পেয়েছেন মুস্তাফিজুর রহমান। ১৭ মে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ শেষে ভারতে রওনা হবেন তিনি। বিসিবি তাকে ১৮ থেকে ২৪ মে পর্যন্ত এনওসি (নো অবজেকশন সার্টিফিকেট) প্রদান করেছে।

আজ এক আনুষ্ঠানিক বিবৃতিতে মুস্তাফিজকে এনওসি দেওয়ার দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।

 

এদিকে বিরতির পর আগামীকাল থেকে আবারও শুরু হচ্ছে আইপিএল। তবে দিল্লির খেলা ১৮ মে। তার মানে প্রথম ম্যাচ থেকে মুস্তাফিজকে পাচ্ছে দলটি।  

উল্লেখ্য, আইপিএলের এবারের আসরের মেগা নিলামে নাম থাকলেও অবিক্রিত ছিলেন মুস্তাফিজুর রহমান।

নিলামে বাংলাদেশের এই পেসারের প্রতি কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায়নি। তবে পরে সাময়িক বিকল্প হিসেবে তাকে ৬ কোটি রুপিতে দলে ভেড়ায় দিল্লি ক্যাপিটালস।

 

এই বিভাগের আরও খবর