img

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটির স্থলবাহিনীর প্রধান জেনারেল ওলেগ সালিউকভকে বরখাস্ত করেছেন। ইউক্রেনে রাশিয়ার দীর্ঘস্থায়ী সামরিক আগ্রাসনের মধ্যেই বৃহস্পতিবার এই উচ্চপদস্থ সেনা কর্মকর্তাকে সরিয়ে দিলেন পুতিন। এই খবর নিশ্চিত করেছে ক্রেমলিন।

৭০ বছর বয়সী সালিউকভকে উপ-প্রতিরক্ষা পদে নিযুক্ত করা হয়েছে।

 

তিনি হবেন সাবেক প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর ডেপুটি, যিনি গত বছর মন্ত্রিত্ব হারিয়ে বর্তমানে রাশিয়ার নিরাপত্তা পরিষদের সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এক সরকারি ডিক্রিতে এই রদবদলের ঘোষণা দেয় ক্রেমলিন।

 

মাত্র এক সপ্তাহ আগেও সালিউকভ বর্তমান প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রে বেলোসভের সঙ্গে মস্কোর রেড স্কয়ারে বিজয় দিবসের কুচকাওয়াজ পরিচালনা করেন। অনুষ্ঠানে নাৎসি জার্মানির বিরুদ্ধে সোভিয়েত বিজয়ের ৮০তম বার্ষিকী উদযাপন করা হয়।

 

সালিউকভ ২০১৪ সাল থেকে রাশিয়ার স্থলবাহিনীর নেতৃত্বে ছিলেন। তার নেতৃত্বেই রুশ বাহিনী সিরিয়ার গৃহযুদ্ধে এবং ইউক্রেন অভিযানে অংশ নেয়। এর আগে তিনি চার বছর রাশিয়ার জেনারেল স্টাফের উপপ্রধান ছিলেন।

গত এক বছরে রাশিয়ায় সামরিক ও প্রতিরক্ষা খাতে একাধিক উচ্চপদস্থ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে।

 

তাদের অনেকে ব্যক্তিগত স্বার্থে সরকারি প্রকল্প থেকে অর্থ আত্মসাতের অভিযোগে অভিযুক্ত। পুতিনের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সঙ্গী শোইগুকেও গত বছর পদাবনতি দেওয়া হয়। যদিও ক্রেমলিন বারবার বলছে, এসব গ্রেপ্তার ও বরখাস্ত কোনো সামরিক শুদ্ধি অভিযান নয়।

 

রাশিয়ার উদ্দেশ্য ছিল ইউক্রেনকে মাত্র তিন দিনের অভিযানে দখল করা, কিন্তু বাস্তবে তিন বছরের রক্তক্ষয়ী সংঘাতে উভয় পক্ষেই হাজার হাজার মানুষ নিহত হয়েছেন। এমন এক প্রেক্ষাপটে বৃহস্পতিবার বা শুক্রবার তুরস্কের ইস্তাম্বুলে ইউক্রেন ও রাশিয়া প্রথমবারের মতো সরাসরি শান্তি আলোচনায় বসতে যাচ্ছে।

 

এটি হতে যাচ্ছে ২০২২ সালের যুদ্ধ শুরুর পর তাদের মধ্যে প্রথম মুখোমুখি বৈঠক।

 

সূত্র : এএফপি

এই বিভাগের আরও খবর