img

রাশিয়া-ইউক্রেন উচ্চ পর্যায়ের সরাসরি শান্তি আলোচনা শেষ হওয়ার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যত দ্রুত সম্ভব মুখোমুখি বৈঠক করতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘পুতিন ও আমি একসঙ্গে না বসা পর্যন্ত কিছুই ঘটবে না।’

মধ্যপ্রাচ্য সফরের সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, ‘যত তাড়াতাড়ি সম্ভব পুতিনের সঙ্গে দেখা করব।’

ট্রাম্প জানান, তিনি ওয়াশিংটনে ফেরার পথে তুরস্কে ইউক্রেন-রাশিয়া যুদ্ধে মধ্যস্থতা করতে চেয়েছিলেন, তবে ব্যস্ততার কারণে তা সম্ভব হয়নি।

মধ্যপ্রাচ্য সফরে তিনি সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত ঘুরে এসেছেন।

 

এদিকে তুরস্কে ন্যাটো পররাষ্ট্রমন্ত্রীদের এক সভা শেষে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ‘ট্রাম্প ও পুতিন মুখোমুখি না হওয়া পর্যন্ত আলোচনায় কোনো বড় সাফল্য আসবে না।’

২০২২ সালে রাশিয়া ইউক্রেনে আগ্রাসন শুরুর পর ট্রাম্প ও পুতিন একাধিকবার ফোনে কথা বললেও, এখন পর্যন্ত তাদের মুখোমুখি কোনো বৈঠক হয়নি।

যদিও এখনো কোনো বৈঠকের তারিখ নির্ধারিত নয়, তবে ট্রাম্প শান্তি প্রক্রিয়া নিয়ে আশাবাদী।

 

 

বৃহস্পতিবার (১৫ মে) তুরস্কে ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিদের মধ্যে প্রথমবারের মতো সরাসরি শান্তি আলোচনার পরিকল্পনা ছিল। তবে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৈঠকে অংশ নিতে প্রস্তুত থাকলেও, শেষ পর্যন্ত রুশ প্রেসিডেন্ট পুতিন নিজে না গিয়ে প্রতিনিধিদের পাঠান। 

এই বিভাগের আরও খবর


সর্বশেষ