২৪ ঘণ্টায় সিলেটে ১৫৬ মিলিমিটার বৃষ্টিপাত

গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন জেলায় তাপপ্রবাহ চলেছে। এ ছাড়া প্রায় সব বিভাগে বজ্রসহ বৃষ্টিপাত হচ্ছে। এর মধ্যে গতকাল বুধবার ১৪ জেলায় বৃষ্টি ঝরেছে। তার মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে সিলেটে ১৫৬ মিলিমিটার।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরো বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সিলেট ছাড়ও নেত্রকোনায় ৭৪ মিলিমিটার, কুমিল্লায় ৫৪, চাঁদপুরে ২৫, ঢাকা ও কিশোরগঞ্জের নিকলিতে ২৩, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ২১ মিলিমিটার, নারায়ণগঞ্জে ১৫, কুড়িগ্রামের রাজারহাটে ১০, নরসিংদীতে ৯, মাদারীপুর ও কক্সবাজারের সন্দ্বীপে ৩, মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও নওগাঁর বদলগাছীতে ১ মিলিমিটার বৃষ্টি ঝরেছে।
এদিকে আগামী ২৪ ঘণ্টায় দেশজুড়ে বজ্রবৃষ্টি ঝরতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে তাপমাত্রা কমারও আভাস দিয়েছে সংস্থাটি।
একই সঙ্গে বেশ কয়েকটি জেলায় তাপপ্রবাহ চলছে এবং কোথাও প্রশমিক হতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।