| 15 May, 2025
ঈদুল আজহা : বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৬ মে

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ১৬ মে থেকে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। ২৯ মে থেকে ঈদের আগ পর্যন্ত যাত্রার টিকিট পাওয়া যাবে এ দিন থেকে। বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের এক সভায় এই সিদ্ধান্ত হয়।
সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শুভঙ্কর ঘোষ রাকেশ বলেন, আগামী ১৬ মে শুক্রবার থেকে বাসের মালিকরা অগ্রিম টিকিট বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন।
এদিন থেকে যাত্রীরা একযোগে অনলাইনে ও কাউন্টার থেকে বাসের টিকিট কিনতে পারবেন। তবে অনেক পরিবহণ এবার পুরোপুরি টিকিট অনলাইনে বিক্রি করবে।