শুটিং বন্ধ করে অনির্বাণকে বয়কট করলেন টেকনিশিয়ানরা

ওপার বাংলার অভিনেতা-পরিচালক অনির্বাণ ভট্টাচার্যকে বয়কটের ডাক দিয়েছেন টেকনিশিয়ানরা। জানিয়েছেন অভিনেতার সঙ্গে তারা আর কোনো কাজ করবেন না।
এসভিএফের প্রযোজনায় অনির্বাণ ভট্টাচার্যর দল তথা ব্যান্ড হুলিগানিজমের মিউজিক ভিডিও প্রকাশ্যে আনা হয়েছে। বুধবার, ১৪ মে সেই ব্যান্ডের তৃতীয় মিউজিক ভিডিওর শুটিং হওয়ার কথা ছিল।
কিন্তু জানা গেল সেই মিউজিক ভিডিওর শুটিং বন্ধ হয়ে গেছে।
জানা গেছে অনির্বাণ ভট্টাচার্যর সঙ্গে আর কোনো টেকনিশিয়ান কাজ করবেন না। তাদের তরফে এই কথা প্রযোজনা সংস্থা এসভিএফকে জানিয়ে দেওয়া হয় গতকাল।
একাধিক পরিচালক ফেডারেশনের কিছু সিদ্ধান্ত এবং পদক্ষেপের বিরোধিতা করেছিলেন।
শুধু তা-ই নয়, তারা আইনি পথে হাঁটেন। এই পরিচালকদের মধ্যে রয়েছেন অনির্বাণ ভট্টাচার্যও। তবে কেবল পরিচালক হিসেবে নয়, অভিনেতা হিসেবেও অনির্বাণের সঙ্গে আর কাজ করতে চান না টেকনিশিয়ানরা সেটা এদিন স্পষ্ট হয়ে গেল।
হুলিগানিজমের যে মিউজিক ভিডিও শুট হওয়ার কথা ছিল সেখানে গায়ক, অভিনেতা হিসেবেই দেখা যেত অনির্বাণকে যেমনটা মেলার গান মিউজিক ভিডিওতে দেখা গেছে।
তাদের এই ব্যান্ডের মিউজিক ভিডিওর পরিচালনা করছেন অভিনেতা ঋদ্ধি সেন। সেখানে দাঁড়িয়েও এদিন অনির্বাণের এই প্রজেক্টে কাজ করবেন না বলে জানিয়ে দেন টেকনিশিয়ানরা।
জানিয়ে রাখা ভালো, হুলিগাজিমের প্রডাকশন ডিজাইনার হিসেবে ছিলেন শুভার্থী বিশ্বাস। তার সঙ্গেও টেকনিশিয়ানরা আর কাজ করতে চান না বলে সম্প্রতি দ্য ওয়ালের তরফে একটি রিপোর্টে জানানো হয়। তার পরই এদিন জানা গেল অনির্বাণ ভট্টাচার্যর সঙ্গেও টেকনিশিয়ানরা আর কাজ করতে চাইছেন না।