মালয়েশিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৯ পুলিশ সদস্য নিহত

মালয়েশিয়ায় প্যারামিলিটারি বাহিনীর অন্তত ৯ জন সদস্য এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার উত্তর মালয়েশিয়ার ইপোহ শহরে একটি লরি ও বাহিনীর সদস্যদের বহনকারী ট্রাকের সংঘর্ষে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দেশটির জরুরি সেবা বিভাগ ও স্থানীয় সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।
জরুরি সেবা বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, হিন্দু ধর্মাবলম্বীদের একটি উৎসবের নিরাপত্তা দায়িত্ব শেষ করে ফেরার সময় মালয়েশিয়া ‘ফেডারেল রিজার্ভ ইউনিটের (এফআরইউ)’ সদস্যদের বহনকারী ট্রাকটি পাথরবোঝাই একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।
বিবৃতিতে আরো বলা হয়, ‘ ট্রাকটি একটি পাথরবোঝাই লরির সঙ্গে সংঘর্ষে জড়ায়, যেখানে সামনের অংশে তিনজন সদস্য এবং পেছনে আরো ১৫ জন সদস্য আটকে পড়েন।’ প্রাথমিকভাবে আটজন নিরাপত্তা সদস্য এবং চালকের মৃত্যুর খবর পাওয়া যায়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো একজন সদস্যের মৃত্যু হয় বলে স্থানীয় সংবাদমাধ্যমে জানানো হয়েছে।
পেরাক রাজ্যের পুলিশ প্রধান বাকরি জাইনাল আবিদিন মালয়েশিয়ার নিউ স্ট্রেইটস টাইমস পত্রিকাকে জানিয়েছেন, ‘এই দুর্ঘটনায় দুজনের অবস্থা এখনও আশঙ্কাজনক এবং আরো সাতজন মাঝারি মাত্রায় আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
’
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সঙ্গে জড়িত ৪০ বছর বয়সী লরিচালককে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে তদন্ত চলছে।
উল্লেখ্য, মালয়েশিয়া দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হারে অন্যতম শীর্ষে রয়েছে। দেশটির দৈনিক পত্রিকা দ্য স্টার এর মার্চ সংখ্যার এক প্রতিবেদনে বলা হয়, সেখানে গড়ে প্রতি দুই ঘণ্টায় একজন করে ব্যক্তি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান।
সূত্র : এএফপি