‘মেয়েকে নিয়ে ব্যবসা করাতে যাও?’, বাবার বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য শাইনির

ভারতের টিভি সিরিয়ালের জগতে জনপ্রিয় নাম শাইনি দোশি। বহু ধারাবাহিকে অভিনয় করেছেন এ অভিনেত্রী। টেলিভিশনে তার প্রথম শো ছিল সঞ্জয় লীলা বানসালির ‘সরস্বতীচন্দ্র’। এরপর অসংখ্য ধারাবাহিকে নিয়মিত দেখা গেছে অভিনেত্রীকে।
তবে অভিনয় জীবনের শুরুটা মোটেও সহজ ছিল না শাইনির জন্য। বাইরের প্রতিকুলতার চেয়ে পারিবারিক বাধাই বেশি অতিক্রম করতে হয়েছে অভিনেত্রীকে। সম্প্রতি নিজের অভিনয় জীবনের শুরুর গল্প জানালেন শাইনি।
সাম্প্রতিক সাক্ষাৎকারে শাইনি জানিয়েছেন, কেন তিনি অভিনয়কে পেশা হিসাবে বেছে নিয়েছেন।
এছাড়াও, তিনি তার বাবার সম্পর্কে করেছেন বিস্ফোরক মন্তব্য।
সিদ্ধার্থ কাননকে দেওয়া এক সাক্ষাৎকারে শাইনি দোশি বলেন, ‘আমার মা চেয়েছিলেন আমি অভিনেত্রী হই যদিও আমি ডাক্তার হতে চেয়েছিলাম। বাবা আমাদের ছেড়ে চলে গিয়েছেন অনেক আগেই। এরপর আমাদের দেখাশোনা করার মতো আর কেউ ছিল না।
আমি আমার পরিবারের পুত্র সন্তান হতে চেয়েছিলাম। বাড়ির ছেলের মতো করেই আমাকে সবকিছু দেখাশোনা করতে হতো। আমি যখন মুম্বাই আসি, তখন আমার অ্যাকাউন্টে মাত্র ১৫ হাজার টাকা ছিল। আমি জানতাম না আমি কীভাবে বাঁচব, কীভাবে কাজ করব। এরপর এইডসের জন্য সচেতনতা মূলক একটি বিজ্ঞাপনে আহমেদাবাদে মডেলিং করি।’
সাক্ষাৎকারে বাবার প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে শাইনি বলেন, “যখনই আমার বাবা-মায়ের সঙ্গে ঝগড়া হতো, সে সময় বাবা মাকে বলতেন, ‘রাত ৩ টার সময় মেয়েকে কোথায় নিয়ে যাও, ব্যবসা করাতে যাও?’ তার মুখের ভাষা খুবই ঘৃণ্য ছিল।”
শাইনি দোশি
শাইনির বাবা বন্ধুদের সঙ্গে অমরনাথ যাত্রায় গিয়ে দুর্ঘটনাগ্রস্থ হয়ে মারা যান। বাবার কাছ থেকে এত খারাপ কথা শোনা সত্ত্বেও বাবার মৃত্যুর পর অন্তিম যাত্রায় মুখাগ্নি করেছিলেন শাইনি। এরপর পরিবারের দায়িত্বের পুরোটা তুলে নেন নিজের কাঁধে। শেষ পর্যন্ত মুম্বাইয়ের চাকচিক্যময় জগতে নিজের ঠিকানা খুঁজে নেন শাইনি। ‘সারোজিনী – এক নতুন পেহাল’, ‘জামাই রাজা’, ‘বাহু হামারি রাজনি কান্ত’, ‘পান্ডিয়া স্টোর’সহ একাধিক জনপ্রিয় নাটকে কাজ করেছেন এ অভিনেত্রী।