কোরিয়ান ছবির পোস্টারের ‘নকল’ ফারিণের পোস্টার!

প্রথমে মোশাররফ করিম, এরপর শরিফুল রাজ। আসন্ন চলচ্চিত্র ‘ইনসাফ’-এ দুই অভিনেতার লুক প্রকাশ হওয়ার পর থেকেই আলোচনায়। এবার ‘ইনসাফ’-এর প্রধান নারী চরিত্র তাসনিয়া ফারিণের লুক প্রকাশ হলো। রবিবার (১১ মে) সন্ধ্যায় সামাজিক মাধ্যমে প্রকাশিত লুক পোস্টারে ফারিণকে একেবারেই ভিন্ন আবহে দেখা গেছে।
পোস্টারে এই অভিনেত্রীর এক হাতে ফুল আর অন্য হাতে কুড়াল দেখা গেছে। এমন সাংঘর্ষিক চরিত্রে আগে কখনো দেখা যায়নি এই অভিনেত্রীকে। ফেসবুকে সিনেমার পোস্টার প্রকাশ করে নির্মাতা সঞ্জয় সমদ্দার লেখেন, ‘রক্তের ইনসাফে গোলাপের স্থান নেই..’। পোস্টারটি একই ক্যাপশনসহ নিজের পেজেও শেয়ার করেছেন তাসনিয়া ফারিণ।
পোস্টারটি প্রকাশের পর থেকেই দারুণ সাড়া ফেলেছে। তবে ফারিণের পোস্টারটি প্রকাশের পর সামনে আসে আরো একটি পোস্টার, যা দেখে বেশ বিভ্রান্ত দর্শকরা। কারণ সেই পোস্টারটিও একই রকম থিমে তৈরি। এটি দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় সিনেমা ‘কিল বকসুন’-এর পোস্টার।
যেখানে অভিনেত্রী জিয়ন ডো ইয়নের এক হাতে কুড়াল, আরেক হাতে একটি সবজির থলে দেখা যায়। যার সঙ্গে ফারিণের পোস্টারটি সাদৃশ্যপূর্ণ বলে মন্তব্য করেছেন অনেকে।
কিছু দর্শক ও অনলাইন ব্যবহারকারী বলছেন এটি ‘কিল বোকসুন’ থেকে নকল করা হয়েছে। কেউ কেউ আবার দাবি করছেন যে এটি ইনস্পায়ার্ড একটি পোস্টার। এ ধরনের পোস্টার ডিজাইনস অনেক সময় কাকতালীয়ভাবে মিলতেও পারে, আবার কখনো শিল্পী বা ডিজাইনাররা অনুপ্রেরণা নিতে পারেন পূর্ববর্তী কাজ থেকে।
তবে এ বিষয়ে নির্মাতা বা সংশ্লিষ্ট কারো পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি।
গত ৪ মে ‘ইনসাফ’ সিনেমায় মোশাররফ করিমের লুক প্রকাশিত হয়। সেখানে ভয়ংকর এক চিকিৎসকের রূপে ধরা দেন এই কিংবদন্তি অভিনেতা। তারও আগে সিনেমার আরেক অভিনেতা শরীফুল রাজের রক্তস্নাত পোস্টার প্রকাশ করে নির্মাতা সঞ্জয় সমদ্দার। তিনটি পোস্টার দেখে আন্দাজ করা যাচ্ছে অ্যাকশন ও থ্রিলার ঘরানার একটি সিনেমা হতে যাচ্ছে ‘ইনসাফ’। এই সিনেমা নিয়ে দীর্ঘ সময় পর প্রযোজনায় ফিরছে তিতাস কথাচিত্র।