কোহলির অবসরে দরজা খুলতে পারে আরেক ভারতীয় তারকার

ভারতের টেস্ট দলে শ্রেয়াস আইয়ারের ফেরা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। যদিও তিনি সম্প্রতি বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তির তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন, তবু আসন্ন ইংল্যান্ড সফরের টেস্ট স্কোয়াডে তাকে নেওয়া হবে কি না, সে বিষয়ে অনিশ্চয়তা রয়ে গেছে নির্বাচকদের মধ্যে।
৩০ বছর বয়সী এই মিডল-অর্ডার ব্যাটার এখন পর্যন্ত ভারতের হয়ে ১৬টি টেস্ট খেলেছেন। তবে সর্বশেষ টেস্টে মাঠে নেমেছিলেন ২০২৪ সালের ফেব্রুয়ারিতে।
অর্থাৎ ১৫ মাসেরও বেশি সময় ধরে টেস্ট থেকে দূরে রয়েছেন তিনি।
ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ-এর একটি প্রতিবেদন অনুসারে, বর্তমানে শ্রেয়াস আইয়ার ভারত এ বা ভারতের মূল টেস্ট দল—কোনো পরিকল্পনাতেই নেই। যদি বিরাট কোহলি টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন, তাহলে নির্বাচকদের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আসতে পারে।
প্রতিবেদনে বলা হয়েছে, ‘শ্রেয়াস আইয়ার এখন ভারত বা ভারত ‘এ’ দলের কোনো পরিকল্পনায় নেই।
তবে কোহলি যদি দলে না থাকেন, তাহলে তার জন্য সম্ভাবনা তৈরি হতে পারে।’
এদিকে, বিরাট কোহলি টেস্ট ক্রিকেট থেকে বিদায় নেওয়ার বিষয়টি নিয়ে জোর গুঞ্জন চলছে। সূত্র মতে, গত এক মাস ধরে তিনি এই সিদ্ধান্ত নিয়ে বোর্ডের সঙ্গে নিয়মিত আলোচনায় রয়েছেন।
যদি কোহলি সত্যিই টেস্ট ফরম্যাট থেকে অবসর নেন,তাহলে দরজা খুলে যেতে পারে শ্রেয়াস আইয়ার।