৩০ ম্যাচে ৯৬ গোল, বার্সেলোনার পরবর্তী ইয়ামাল!

বার্সেলোনার যুব একাডেমি লা মাসিয়া থেকে উঠে এসেছে একের পর এক বিশ্বমানের ফুটবলার—লিওনেল মেসি, আন্দ্রেস ইনিয়েস্তা থেকে শুরু করে সাম্প্রতিক সময়ের লামিন ইয়ামাল। এবার সেই তালিকায় আলোচনায় মাত্র ১৩ বছর বয়সী ফোদে দিয়ালো।
দিয়ালো ইতোমধ্যেই বার্সেলোনার কোচ ও সমর্থকদের দৃষ্টি কেড়েছেন তার অসাধারণ পারফরম্যান্সে। বার্সার অনূর্ধ্ব-১৩ (আলেভিন এ) দলের হয়ে মাত্র ৩০ ম্যাচে তিনি করেছেন ৯৬ গোল—অর্থাৎ প্রতি ম্যাচে গড়ে তিনটিরও বেশি।
এই পরিসংখ্যান যে কারো চোখ কপালে তোলার মতো, বিশেষ করে এই বয়সী খেলোয়াড়দের জন্য। মাঠে তার দাপট, গোল করার ধারাবাহিকতা এবং প্রতিপক্ষের রক্ষণভাগকে ভেঙে দেওয়ার ক্ষমতা ইতোমধ্যেই অনেকে তাকে তুলনা করছেন লামিন ইয়ামালের সঙ্গে।
মৌসুমের শুরুতে দিয়ালোকে তুলনা করা হচ্ছিল বার্সার আরেক উইঙ্গার ফেরান তোরেসের সঙ্গে। তিনিও যেমন ৭ নম্বর জার্সি পরেন, গোল উদযাপন করেন আত্মবিশ্বাসের সঙ্গে, সুযোগ মিস করলেও হাল ছাড়েন না—একই মানসিকতা দেখা যায় দিয়ালোর মধ্যেও।
এই ‘শার্ক মেন্টালিটি’ দিয়ালোকেও অন্য সবার থেকে আলাদা করেছে।
শুধু মানসিক দৃঢ়তা নয়, ফোদে দিয়ালোকে আলোচনার কেন্দ্রে এনেছে তার অবিশ্বাস্য গোল করার ক্ষমতাও। ইয়ামালের মতো তিনিও ছোট বয়সেই এতটা দাপট দেখাচ্ছেন যে, অনেকেই মনে করছেন বার্সেলোনা ভবিষ্যতের আরেক তারকা তৈরির পথে।
সম্প্রতি ভিয়ারিয়ালের এস্তাদিও দে লা সেরামিকায় অনুষ্ঠিত লা লিগা এফসি ফিউচারস টুর্নামেন্টে দারুণ খেলেছেন দিয়ালো।
ক্লাবের স্কাউট, কোচ ও অভ্যন্তরীণ পর্যবেক্ষকরা ইতিমধ্যেই তার ওপর কড়া নজর রাখছে।
সবচেয়ে বড় কথা, ঠিক এমন সময়েই তিনি উঠে আসছেন, যখন লামিন ইয়ামাল ইতোমধ্যেই ভবিষ্যতের বার্সেলোনার মুখ হয়ে উঠেছেন।