একসময় শুটিং ফ্লোর পরিষ্কার করতেন, এখন ২৩৮ কোটির মালিক এই নায়িকা

ফিল্মি পরিবারের সদস্য হয়েও ক্যারিয়ার শুরুর আগে নানা রকম চরাই-উতরাইয়ের মধ্য দিয়ে গেছেন তিনি। এখন তিনি বলিউডের নামি অভিনেত্রী। এখানে নিজের জায়গা তৈরি করতে অকল্পনীয় সংগ্রাম করতে হয়েছে তাকে। এমনই একজন অভিনেত্রীর কথা বলছি, যিনি নব্বই এর দশকের একজন জনপ্রিয় এবং হিট অভিনেত্রী ছিলেন।
নায়িকা হয়ে ওঠার আগে তিনি শুটিং সেটে ফ্লোর পরিষ্কার করতেন। এমনকি সিনেমায় অভিনয় করার সুযোগ আসার আগে মানুষের বমিও পরিষ্কার করেছেন তিনি। যার কথা বলছি তিনি আর কেউ নন, রাভিনা ট্যান্ডন। তিনি চলচ্চিত্র নির্মাতা রবি ট্যান্ডন এবং বীণা ট্যান্ডনের মেয়ে।
মিড ডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে রাভিনা জানিয়েছেন যে, তিনি স্টুডিও পরিষ্কার করেছেন, স্টুডিওতে থাকা মানুষের বমিও পরিষ্কার করেছেন।
দশম শ্রেণিতে উত্তীর্ণ হওয়ার পর পরিচালক প্রহ্লাদ কক্করের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেছিলেন রাভিনা। সেই সময় তাকে দেখে অনেকেই বলত যে, তিনি পর্দার পেছনে কী করছেন, তার উচিত পর্দার সামনে কাজ করা। কিন্তু তাতে রাভিনার জবাব ছিল, ‘না না, আমি অভিনেত্রী হতে চাই না।
আমি এই ইন্ডাস্ট্রিতে এসেছি ঠিক, কিন্তু কখনো অভিনেত্রী হওয়ার কথা ভাবিনি।’
এরপর সালমান খানের ‘পাত্থর কে ফুল’ ছবিতে ব্রেক পান রাভিনা। ছবিটিতে মুখ্য ভূমিকায় ছিলেন তিনি। সিনেমাটি হিটও হয় এবং রাতারাতি তারকা বনে যান রাভিনা ট্যান্ডন। নব্বইয়ের দশকে বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের মধ্যে একজন ছিলেন রাভিনা।
সেরা অভিনেত্রীর জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন তিনি।
তার অভিনয় প্রতিভা অতুলনীয়। যত বলা হয়, তা যেন কমই হয়ে যায় তার অভিনয়ের তুলনায়! কেজিএফ ২ হোক বা পাটনা শুক্লা, এখনো বলিউডে দাঁপিয়ে কাজ করে চলেছেন তিনি।
ভারতীয় রিপোর্ট অনুসারে, বর্তমানে রাভিনা ট্যান্ডনের মোট সম্পদের পরিমাণ ১৬৬ কোটি রুপি যা বাংলাদেশি টাকায় ২৩৮ কোটিরও বেশি। এ ছাড়া মুম্বাইতে তার একটি বিলাসবহুল বাড়ি এবং দামি দামি গাড়ির চোখ ধাঁধানো কালেকশনও রয়েছে।