পুরো মুম্বাই দলের জরিমানা, বাদ যাননি গুজরাটের কোচও

ঘরের মাঠ ওয়াংখেড়েতে শেষ ওভারের রোমাঞ্চে গতকাল গুজরাট টাইটানসের কাছে ৩ উইকেটে ম্যাচ হেরেছে মুম্বাই ইন্ডিয়ান্স। সেই হারের ক্ষত শুকানোর আগেই আবার দগদগে হয়েছে। ম্যাচ হারার পর যে স্লো ওভাররেটের ঘটনায় জরিমানা গুনতে হয়েছে পুরো মুম্বাইকে।
জরিমানার কোপটা একটু বেশি পড়েছে অধিনায়ক হার্দিক পান্ডিয়ার ওপর।
তাকে ২৪ লাখ ভারতীয় রুপি জরিমানা করেছে আইপিএল কর্তৃপক্ষ। এক বিবৃতিতে বলা হয়েছে, ‘এবারের মৌসুমে মুম্বাইয়ের এটি দ্বিতীয় স্লো ওভাররেটের ঘটনা। এ জন্য ২৪ লাখ ভারতীয় রুপি জরিমানা করা হয়েছে অধিনায়ক হার্দিকের। এ ছাড়া ম্যাচে অংশ নেওয়া মুম্বাইয়ের প্রত্যেক ক্রিকেটারকে ৬ লাখ টাকা অথবা ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে।’
শাস্তিটা যে পাবে মুম্বাই তা আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। কেননা বৃষ্টি বিঘ্নিত ম্যাচে নির্দিষ্ট সময়ে ইনিংস করতে না পারায় শেষ ওভারে ৩০ গজের বাইরে একজন ফিল্ডার কম রাখতে পেরেছে মুম্বাই। আজ সেই শাস্তিটা আনুষ্ঠানিকভাবে পেয়েছে।
জরিমানা গুনেছেন গুজরাটের কোচ আশিষ নেহেরাও।
ম্যাচ চলাকালীন সময় বেশ কবার আম্পায়ারদের সঙ্গে বাজে আচরণ করেন ভারতের সাবেক বাঁহাতি পেসার। তাই আইপিএলের আচরণবিধি ২.২০ ধারা লঙ্ঘন করায় নেহারাকে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। সঙ্গে এক ডিমেরিট পয়েন্টও তার নামের পাশে যোগ হয়েছে।
ম্যাচ রেফারির সিদ্ধান্ত মেনে নেওয়ায় শুনানির আর প্রয়োজন হয়নি। কোচ হিসেবে এর আগে শাস্তি পেয়েছেন দিল্লি ক্যাপিটালসের বোলিং কোচ মুনাফ প্যাটেলেও।
আর অধিনায়কের তালিকাটা বেশ দীর্ঘই- ঋষভ পন্ত, শুবমান গিল, অক্ষর প্যাটেল, সঞ্জু স্যামসন, রজত পাতিদার ও রিয়ান পরাগ।