| 07 May, 2025
গোয়েন্দা প্রতিবেদনের ফাঁদে আটকা ২২৭ জনের ভবিষ্যৎ

৪৩তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশ পেলেও নিয়োগ পাচ্ছেন না ২২৭ জন প্রার্থী। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) পরস্পরবিরোধী প্রতিবেদনের কারণে আটকে আছে তাঁদের ভাগ্য।
সরকারি নিয়োগের প্রক্রিয়া অনুযায়ী, প্রার্থীদের প্রাক-চরিত্র যাচাই শেষে নিয়োগের প্রজ্ঞাপন জারির কথা থাকলেও এই ২২৭ জনের ক্ষেত্রে তা এখনো হয়নি। এ অবস্থায় নিয়োগের দাবিতে গত ২৯ এপ্রিল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে অনশন করছেন বঞ্চিত প্রার্থীরা।