পোশাকে-স্টাইলে মেট গালায় ‘রাজকীয়’ দিলজিৎ

বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা একের পর এক নজরকাড়া তারকার সমাবেশ। জমে উঠেছে ‘মেট গালা ২০২৫’। ফ্যাশন দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ এ আসরে চারশর বেশি তারকা অংশগ্রহণ করেন। স্টাইল আর ফ্যাশনের দাপটে মুগ্ধ করেন দুনিয়াভর দর্শকদের।
এবারের মেট গালায় ভারতীয় তারকাদের মধ্যে হাজির ছিলেন বলিউড বাদশা শাহরুখ খান। মেট গালায় প্রথমবারের মতো হাঁটলেন এ তারকা। ভারতীয় তারকাদের মধ্যে আরো নজর কেড়েছেন গায়ক-অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ। রাজকীয় পোশাকে তুলে ধরেছেন ভারতীয় সংস্কৃতির ছাপ।
এদিন দিলজিৎকে মণিমুক্তা খচিত রাজকীয় পোশাকে দেখা গেছে। মাথায় পাগড়ি, তলোয়ার, সোনালি ও পাথর বসানো সাদা চাদর গায়ে রাজকীয় কায়দায় মেট গালার গালিচায় হাঁটেন দিলজিৎ। তাঁর পোশাকটি তৈরি করেছেন প্রবাল গুরুং। পোশাকের আরও এক বৈশিষ্ট্য, তাতে পাঞ্জাবী শব্দে কিছু কথা লেখা ছিল।
দিলজিতের গলায় ছিল চুনি ও পান্নার লম্বা হার।
মেট গালায় এই লুকে দিলজিৎকে দেখে মুগ্ধ আমন্ত্রিত অতিথি ও আয়োজকেরা। মুগ্ধ তার অনুরাগীরাও। নিউ ইয়র্ক সিটিতে পাশ্চাত্যকে একপ্রকার এড়িয়ে ভারতীয় সংস্কৃতিকে তুলে ধরেছেন দিলজিৎ। এমন প্রয়াসে প্রশংসা কুড়িয়েছেন তারকা।
মেট গালায় রাজকীয় পোশাকের কারণে তো বটেই, বিশ্বখ্যাত পপতারকা শাকিরার সঙ্গে ছবিতেও নজর কেড়েছেন দিলজিৎ। দিলজিৎ ও শাকিরার একটি ভাইরাল ভিডিও বেশ সাড়া ফেলেছে ইন্টারনেটে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, কলম্বিয়ান পপ আইকন শাকিরা একেবারে স্বাভাবিক ভঙ্গিতে ও হাসিমুখে পাঞ্জাবি সুপারস্টার দিলজিৎ দোসাঞ্জের সঙ্গে আড্ডা দিচ্ছেন। ভিডিওতে আরও দেখা গেছে জনপ্রিয় গায়িকা নিকোল শেরজিঙ্গার এবং হলিউড অভিনেত্রী টেসা থম্পসনকে।
ভিডিওর এক পর্যায়ে শাকিরা সবাইকে পরিচয় করিয়ে দিচ্ছিলেন। দিলজিতের দিকে তাকিয়ে তিনি বলেন, ‘হাই ইন্ডিয়া’। যা মুহূর্তেই ভারতীয় অনুরাগীদের মনে জায়গা করে নেয়।
এই জমকালো দৃশ্যপটের আগে, এক প্রাক-অনুষ্ঠানিক ফটোশুটে দিলজিৎ দোসাঞ্জকে দেখা যায় শাকিরা ও নিকোল শেরজিঙ্গারের সঙ্গে পোজ দিতে। সেই ছবিতে তাদের সঙ্গে ছিলেন হলিউড তারকা টেসা থম্পসন, আন্তর্জাতিক মডেল প্রেশাস লি এবং দিলজিতের দীর্ঘদিনের বন্ধু ও ডিজাইনার প্রবল গুরুং। এছাড়া প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের সঙ্গেও ছবি তোলেন দিলজিৎ-শাকিরা।
এবার মেট গালায় দিলজিতের মতোই অভিষেক হয়েছে বলিউড বাদশা শাহরুখ খানের। গালার গালিচায় রীতিমতো ঝড় তুলেছেন এ সুপারস্টার। এছাড়া অন্তঃসত্ত্বা অবস্থায় গালায় হেঁটেছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানিও। দেখা গেছে প্রিয়াঙ্কা চোপড়াকেও।