| 06 May, 2025
খালেদা জিয়ার নেতৃত্বেই দেশে ফিরবে গণতন্ত্র: এ্যানি

আজ মঙ্গলবার (৬ মে) বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি আশাবাদ ব্যক্ত করে বলেন, খুব শিগগিরই খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ময়দানে ফিরে আসবেন। তিনি বলেন, ‘আমরা মাঠে ছিলাম, এখনও মাঠে আছি। আমি বিশ্বাস করি, খালেদা জিয়ার নেতৃত্বেই দেশের মানুষ আবারও একত্রিত হবে। তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরবেন এবং দেশের রাজনীতিতে স্বাভাবিকতা ফিরে আসবে।
’ তার মতে, দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা ও সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য বিএনপি অঙ্গীকারবদ্ধ এবং সে লক্ষ্যে দলীয় কার্যক্রম অব্যাহত রয়েছে।