টিম কুকের নেতৃত্বের প্রশংসা করলেন ওয়ারেন বাফেট

অ্যাপলের সিইও টিম কুকের নেতৃত্ব এবং কোম্পানিটির আর্থিক সাফল্যের জন্য তাকে ভূয়সী প্রশংসা করেছেন বার্কশায়ার হ্যাথাওয়ের সিইও ওয়ারেন বাফেট। শনিবার (৩ মে) বার্কশায়ার হ্যাথাওয়ের বার্ষিক সভায় তার উদ্বোধনী বক্তব্যে এই প্রশংসা করেন বর্ষীয়ান এই বিনিয়োগকারী।
বাফেট হেসে বলেন, টিম কুক বার্কশায়ারকে যতটা লাভ এনে দিয়েছে, আমি নিজে ততটা পারিনি।
তিনি বলেন, যার প্রাপ্য, তাকে কৃতিত্ব দিতেই হবে।
২০১৬ থেকে ২০১৮ সালের মধ্যে বার্কশায়ার অ্যাপলে প্রায় ৩৫ বিলিয়ন ডলারের বিনিয়োগ করেছিল, যা ২০২৩ সালের শেষে বেড়ে দাঁড়ায় প্রায় ১৭৩ বিলিয়ন ডলারে।
এই বিশাল লাভ সত্ত্বেও, ২০২৪ সালের প্রথম তিন প্রান্তিকে বার্কশায়ার হ্যাথাওয়ে প্রায় ৬৭% অ্যাপল শেয়ার বিক্রি করে দেয়। ২০২৪ সালের ডিসেম্বরে প্রতিষ্ঠানটির কাছে ছিল মাত্র ৩০ কোটির মতো অ্যাপল শেয়ার, যার মূল্য ছিল প্রায় ৬২ বিলিয়ন ডলার—যা গত শুক্রবার (২ মে) অ্যাপলের প্রতিটি শেয়ারের মূল্য ২০৫ ডলার অনুযায়ী গণনা করা হয়েছে।
বাফেট বলেন, আমি স্টিভ জবসকে স্বল্প সময়ের জন্য চিনতাম।
আইফোনের এই স্রষ্টা যেসব কাজ করেছেন, সেগুলো আর কেউ করতে পারতো না।
তিনি জোর দিয়ে বলেন, স্টিভ জবস ছাড়া অ্যাপল তৈরি সম্ভব ছিল না, কিন্তু টিম কুক ছাড়া এটি আজকের অবস্থানে পৌঁছাতো না।
২০১১ সালে টিম কুক সিইও হওয়ার পর থেকে অ্যাপলের শেয়ারের দাম স্প্লিট-অ্যাডজাস্টেড ভিত্তিতে ১৫ ডলারের নিচ থেকে বেড়ে ২০৫ ডলারে পৌঁছেছে। প্রায় ১৪ গুণ এই মূল্যবৃদ্ধির ফলে অ্যাপলের বাজার মূলধন ছাড়িয়ে গেছে ৩ ট্রিলিয়ন ডলার, যা টিম কুকের অধীনে কোম্পানিটির অসাধারণ আর্থিক সাফল্যকে স্পষ্টভাবে তুলে ধরে।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া।