৩০০ ছক্কা, অরেঞ্জ ক্যাপ ও সর্বোচ্চ ফিফটি—এক ম্যাচে যত কীর্তি কোহলির

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) হয়ে আইপিএল ইতিহাসে আরেকটি মাইলফলক গড়লেন বিরাট কোহলি। টুর্নামেন্টটির ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে একই ফ্র্যাঞ্চাইজির হয়ে ৩০০টি ছক্কা হাঁকানোর কীর্তি গড়েছেন তিনি।
শনিবার চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ৩৩ বলে ৬২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন কোহলি। ইনিংসটিতে ছিল ৫টি করে চার ও ছক্কা।
স্যাম কারানের বলে আউট হওয়ার আগেই নিজেকে আরো একবার ইতিহাসের পাতায় তুলে নেন এই ব্যাটার।
এই ইনিংসের মাধ্যমে কোহলি চলতি মৌসুমে ৫০৫ রান করে এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক বা ‘অরেঞ্জ ক্যাপ’ হোল্ডার। এ নিয়ে আইপিএলে ৮টি মৌসুমে ৫০০-এর বেশি রান করলেন কোহলি —যা নতুন এক রেকর্ড। এই তালিকায় তিনি ডেভিড ওয়ার্নারকে (৭ মৌসুম) পেছনে ফেলেছেন।
এছাড়াও চলতি আসরে টানা চারটি ম্যাচে ৫০+ রান করে কোহলি ছুঁয়েছেন নিজের আগের রেকর্ড (২০১৬ সালে)। সর্বশেষ ছয় ইনিংসে তার রান—৬২, ৫১, ৭০, ৭৩, ১, ৬২*।
এই ইনিংস খেলে আরো একটি কীর্তি গড়েছেন এই ব্যাটিং লিজেন্ড। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে আইপিএলে এখন তার ১০টি ৫০+ ইনিংস, যা আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ।
এ তালিকায় তিনি এখন এককভাবে শীর্ষে, পেছনে ফেলেছেন শিখর ধাওয়ান, ডেভিড ওয়ার্নার ও রোহিত শর্মাকে, যারা প্রত্যেকে চেন্নাইয়ের বিপক্ষে ৯ বার করে ৫০+ রান করেছিলেন।