পোর্ট সুদানের বিমানবন্দর সংলগ্ন এলাকায় ড্রোন হামলা

আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) পোর্ট সুদানের বিমানবন্দর সংলগ্ন একটি সামরিক বিমানঘাঁটিসহ কয়েকটি স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে। সুদানের সেনাবাহিনী এই তথ্য জানিয়েছে।
আজ রবিবার সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ড্রোন ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে। বিমানঘাঁটি, একটি গুদামঘর এবং কিছু বেসামরিক স্থাপনায় আঘাত হানা হয়েছে।
দেশটির পূর্বাঞ্চলীয় শহর পোর্ট সুদানে এই প্রথম আরএসএফের এমন আক্রমণ হলো।
আলজাজিরার খার্তুম প্রতিনিধি হিবা মরগান জানান, ‘পোর্ট সুদানে বেসামরিক ও সামরিক উভয় ধরনের ফ্লাইট পরিচালিত হয় একই বিমানবন্দর থেকে। স্থানীয়দের বরাত দিয়ে আমরা জানতে পেরেছি, আরএসএফ মোট পাঁচটি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। তবে তারা সামরিক অংশে আঘাত হেনেছে কি না, তা নিশ্চিত নয়।’
তিনি আরো জানান, ‘শনিবার বিকেলে একটি এয়ারফোর্স প্রদর্শনীতে প্রদর্শিত যুদ্ধবিমান এ হামলার লক্ষ্যবস্তু ছিল কি না তা-ও স্পষ্ট নয়। এখন পর্যন্ত কোনো বেসামরিক হতাহতের খবর পাওয়া যায়নি।’
ড্রোন হামলার ফলে একটি গোলাবারুদের গুদামে আংশিক ক্ষয়ক্ষতির খবরও পাওয়া গেছে। এদিকে, হামলার কারণে দুবাই থেকে পোর্ট সুদানগামী একটি সুদানি যাত্রীবাহী বিমান বাধ্য হয়ে সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরে অবতরণ করে।
ফ্লাইট রাডারের তথ্য অনুযায়ী, বিমানটি লোহিত সাগরের আকাশে কিছুক্ষণ চক্কর দেওয়ার পর জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে।
উল্লেখ্য, ২০২৩ সালের এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে তীব্র সংঘর্ষ চলছে। এই গৃহযুদ্ধ ইতিমধ্যে দেশের অবকাঠামো ধ্বংস করে দিয়েছে এবং লাখ লাখ মানুষকে গৃহহীন করেছে। আরএসএফের এই সর্বশেষ হামলা পূর্বাঞ্চলের তুলনামূলক নিরাপদ শহর পোর্ট সুদানেও যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়িয়েছে।
সূত্র : আলজাজিরা