img

ফিলিপাইনের রাজধানী ম্যানিলার নিওনয় অ্যাকুইনো আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশপথে রবিববার (৪ মে) সকালে একটি গাড়ি ধাক্কায় দুর্ঘটনা ঘটেছে। এতে শিশুসহ দুইজন প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি।

ফিলিপাইন রেড ক্রস জানিয়েছে, নিহত শিশুটি ছিল চার ছর বয়সী। তবে ফিলিপাইনের পরিবহনমন্ত্রী ভিভেনসিও হিজন জানান, শিশুটির বয়স পাঁচ বছর।

 

অন্য নিহত ব্যক্তি একজন প্রাপ্তবয়স্ক পুরুষ বলে জানিয়েছে মানবিক সহায়তা সংস্থাটি।

 

এ ছাড়া দুর্ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছেন পরিবহন মন্ত্রী হিজন।

বিমানবন্দরের পরিচালনাকারী সংস্থা নিউ এনএআইএ ইনফ্রা জানিয়েছে, গাড়িচালককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

 

দুর্ঘটনার পর বিমানবন্দরের প্রবেশপথে কালো রঙের একটি এসইউভি গাড়িকে দেয়ালে বিধ্বস্ত অবস্থায় দেখা যায়।
ঘটনাস্থলে জরুরি সহায়তা সংস্থার কর্মীরা কাজ করছেন। 

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার তদন্তে সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছেন তারা।

এই বিভাগের আরও খবর