img

নায়িকার আবেদনময়ী ছবিতে ‘লাইক’ দিয়ে অনলাইনে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন বিরাট কোহলি। এই ঘটনাটি নেটিজেনদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করে। অনেক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী কোহলির স্ত্রী আনুশকা শর্মাকে নিয়ে মজার মন্তব্য করতে শুরু করেন।

প্রথমে চুপ থাকলেও, যখন পোস্টটি লাইক করার স্ক্রিনশটগুলো ব্যাপকভাবে ভাইরাল হতে শুরু করে, তখন কোহলি ইনস্টাগ্রাম স্টোরিজের মাধ্যমে বিষয়টি পরিষ্কার করেন।

 

 

তিনি লেখেন, ‘আমি পরিষ্কার করতে চাই, ফিড ক্লিয়ার করার সময় অ্যালগরিদম ভুলবশত একটি ইন্টারঅ্যাকশন রেজিস্টার করে থাকতে পারে। এর পেছনে কোনো ইচ্ছাকৃত উদ্দেশ্য ছিল না।’

vurat

কোহলি কোনো নাম উল্লেখ না করে একটি সংক্ষিপ্ত ও স্পষ্ট বার্তা দিয়েছেন, যার মাধ্যমে তিনি বিষয়টি পরিষ্কার করেন এবং গুজব ছড়ানো থেকে বিরত থাকতে বলেন। তার এই বক্তব্যের পর লাইকটি নীরবে মুছে ফেলা হয়।

 

 

কোহলি যার পোস্টে লাইক দিয়েছেন, তার নাম অবনীত কৌর। ২৩ বছর বয়সী এই অভিনেত্রী সিনেমা ও টেলিভিশনে কাজ করেন এবং কনটেন্ট ক্রিয়েটর হিসেবেও পরিচিত।

সম্প্রতি কোহলি আনুশকা শর্মার জন্মদিনে সোশ্যাল মিডিয়াতে একটি উষ্ণ ও স্নেহপূর্ণ পোস্ট শেয়ার করেছিলেন। ২০১৭ সালে বিয়ে করা এই দম্পতি গত ফেব্রুয়ারিতে তাদের দ্বিতীয় সন্তান আকায়েকে স্বাগত জানান।

 

বর্তমানে তারা লন্ডনে বসবাস করছেন, যেখানে তারা সন্তান ভামিকা ও আকায়েকে নিয়ে একটি শান্তিপূর্ণ জীবন যাপন করছেন।

 

এই বিভাগের আরও খবর