দুবাইয়ে ভারতীয় ধনকুবেরের কারাদণ্ড ও বিতাড়ণের আদেশ
অর্থপাচারের অভিযোগে ৩০ জনকে কারাদণ্ড, জরিমানা ও বহিষ্কারের আদেশ দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাই শহরের একটি আদালত। দণ্ডপ্রাপ্তদের মধ্যে আছেন দুবাইভিত্তিক ভারতীয় ব্যবসায়ী ও ধনকুবের বলবিন্দর সিং সাহনি, যিনি আবু সাবাহ নামেও পরিচিত। শুক্রবার এই রায় দিয়েছেন আদালত। ইউএইভিত্তিক অন্তত দুটি দৈনিক—আরবি ভাষার আল বায়ান ও এমারাত আল ইউম সাহনির দণ্ডের খবর প্রকাশ করেছে।
আদালতের আদেশ অনুযায়ী, একটি ‘সংগঠিত অপরাধচক্রে’ জড়িত থাকার দায়ে সাহনিসহ ২০ জনকে পাঁচ লাখ দিরহাম জরিমানা ও পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি দণ্ড ভোগের পর ইউএই থেকে বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়েছে।
এই দণ্ড সাহনির ছেলের ক্ষেত্রেও প্রযোজ্য। দণ্ডপ্রাপ্তদের কিছু সম্পত্তি, যেমন মোবাইল ফোন ও ১৫ কোটি দিরহাম জব্দ করা হয়েছে।
এ ছাড়া অন্য আরেকটি গ্রুপের ১০ জনকে এক বছর কারাদণ্ড ও দুই লাখ দিরহাম জরিমানা করা হয়েছে এবং তাদেরও সাজা শেষে বহিষ্কারের আদেশ দেওয়া হয়েছে। এই চক্রের সঙ্গে জড়িত তিনটি কম্পানিকে ৫০ লাখ দিরহাম জরিমানা করা হয়েছে।
ঘটনার পটভূমি
২০২৪ সালের শেষ দিকে বুর দুবাই থানায় অভিযোগ দায়ের হওয়ার পর সাহনির বিরুদ্ধে তদন্ত শুরু হয়। তদন্ত শেষে ১৮ ডিসেম্বর মামলাটি জনঅভিযোগ বিভাগে পাঠানো হয়।
২০২৫ সালের ৯ জানুয়ারি আদালতের প্রথম শুনানি অনুষ্ঠিত হয়। মামলার শুনানিতে জটিল অর্থপাচার চক্রের বিষয়টি উন্মোচিত হয়, যেখানে নামমাত্র কম্পানি ও অবৈধ লেনদেন ব্যবহার করা হয়েছিল।
এই মামলার কিছু আসামিকে অনুপস্থিত অবস্থায় বিচার করা হয়েছে। তাদের নিয়ন্ত্রণাধীন সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে।
সাহনি একটি সম্পত্তি ব্যবস্থাপনা কম্পানির প্রতিষ্ঠাতা ও বিলাসবহুল জীবনযাপনের জন্য পরিচিত।
২০১৬ সালে তিনি আলোচনায় আসেন, যখন তিনি তার বিলাসবহুল গাড়ির জন্য ৩৩ লাখ দিরহাম খরচ করে একটি এক অঙ্কের নম্বর প্লেট কিনেছিলেন।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এই রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে।
সূত্র : আল অ্যারাবিয়া

