| 02 May, 2025
আধুনিক ফুটবলের বীজ বপন করতেই বসুন্ধরা কিংস একাডেমির আপ্রাণ চেষ্টা

ফুটবলের ক্রেজ নেই! এই অভিযোগ ছিল অনেক বেশি। তবে হামজা চৌধুরী দেশের জার্সি গায়ে জড়ানোর পর থেকেই ফুটবলের উত্তেজনার পারদ অনেকটাই বেড়েছে। দেশের মানুষ এখন স্বপ্ন দেখে দক্ষিণ এশিয়ার সেরা দল হওয়ার। স্বপ্ন দেখে ২০৩৪ সালে বিশ্বকাপে অংশগ্রহণ করার।
তবে আদৌ শুধু এক হামজায়, এক সামিত সোম কিংবা এক ফাহমিদুলে সম্ভব? তা নিয়েই আজকের আলোচনা।
ছোট বাচ্চারা, কেউ বয়সে একট্য বেশি ছোট৷ কেউবা পিক কিশোর লাইফে। সবার পায়েই বল। দৌড়াতে দৌড়াতে ফুটবলের আবেগ।
এদের এওটা ফুটবল নিয়ে এই উন্মেদনা আপনার চোখে কেমন লাগে? শুধুই কি প্র্যাক্টিস? শুধুই কি ফুটবল খেলে সময় কাটানো? নাহ..একেবারেই না।
এদের স্বপ্ন বড় ফুটবলার হওয়া। তাদের স্বপ্ন তারাই একদিন বাংলাদেশের পতাকা নিয়ে মাঠে নামবে।