বাংলাদেশ-আরব আমিরাত সিরিজের সূচি ঘোষণা

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে ফিরতে যাচ্ছে বাংলাদেশ। আরব আমিরাতের সফরে দুই ম্যাচের দ্বিপক্ষীয় সিরিজ খেলবে বাংলাদেশ। সেই সিরিজের সূচি আজ প্রকাশ করছে আমিরাত ক্রিকেট বোর্ড (ইসিবি)।
সর্বশেষ গত বছরের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিল বাংলাদেশ।
আরব আমিরাতের বিপক্ষে সিরিজটি শুরু হবে আগামী ১৭ মে।আর দ্বিতীয় ম্যাচটি হবে ১৯ মে। দুটি ম্যাচই হবে শারজা ক্রিকেট স্টেডিয়ামে। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।
সিরিজটি আয়োজন করতে পেরে রোমাঞ্চিত ইসিবি। এক বিবৃতিতে বোর্ডটির প্রধান পরিচালনা কর্মকর্তা (সিওও) সুবহান আহমেদ বলেছেন, ‘বাংলাদেশের বিপক্ষে আরেকটি দ্বিপক্ষীয় সিরিজের আয়োজক হতে পেরে আমরা রোমাঞ্চিত। ভালো দলের বিপক্ষে জাতীয় দলের ম্যাচ আয়োজন করার ব্যাপারে আমিরাত ক্রিকেট বোর্ড সব সময় আগ্রহী। গত তিন বছরে অনেক পূর্ণ সদস্যে দল নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং আফগানিস্তা দলকে আতিথেয়তা দিয়েছি।
সর্বশেষ তিন বছরের মধ্যে বাংলাদেশের বিপক্ষে এটি আমাদের দ্বিতীয় দ্বিপক্ষীয় সিরিজ হতে যাচ্ছে।’
আরব আমিরাতের বিপক্ষে এখন পর্যন্ত তিন টি-টোয়েন্টি খেলে সব কটিতে জিতেছে বাংলাদেশ। প্রথমটি ২০১৬ সালে এশিয়া কাপে। আর বাকি দুটি নুরুল হাসান সোহানের নেতৃত্বে গত ২০২২ সালে আরব আমিরাত সফরে। আরব আমিরাতের বিপক্ষে সফর শেষেই পাকিস্তানে খেলতে যাবে বাংলাদেশ।