মেয়েকে বঞ্চিত করে নাতিদের সম্পদ দেওয়ার বিধান কী?

প্রশ্ন : আমার শ্বশুরের দুই ছেলে এক মেয়ে, তাঁর দুই ছেলেই মারা গেছে। আমার শাশুড়িও মারা গেছেন। তাঁর ওয়ারিশ বলতে আমার স্ত্রী জীবিত আছে। আর তাঁর ছেলের ঘরের দুই নাতি আছে।
তিনি বলছেন আমার স্ত্রীকে বিয়ে দিতে তাঁর অনেক খরচ হয়েছে, তিনি আমার স্ত্রীকে কোনো সম্পদই দেবেন না। তাঁর যা কিছু আছে, তিনি তাঁর নাতিদের দিয়ে যেতে চান। তাঁর এই কাজ কি ইসলাম সমর্থন করে? এক আলেম বলেছেন, ইসলামের দৃষ্টিতে তাঁর একমাত্র ওয়ারিশ তাঁর মেয়ে, মানে আমার স্ত্রী।
-ইবরাহিম, সিরাজগঞ্জ
উত্তর : মালিক নিজ সম্পদ জীবিতাবস্থায় যাকে ইচ্ছা দিয়ে দিতে পারেন।
নিজ সন্তানকে হোক বা অপর কাউকে। যদি নির্দিষ্ট কোনো ওয়ারিশকে বঞ্চিত করার নিয়তে জীবদ্দশায় সম্পদ কাউকে বণ্টন করে দেওয়া হয়, তাহলে তা কার্যকর হলেও অসদিচ্ছার কারণে মারাত্মক গুনাহ হবে। (তিরমিজি, হাদিস : ২১১৭, ফাতাওয়ায়ে রহিমিয়া : ৬/৪৭৫)
সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা