ইতালিতে কেবল কার দুর্ঘটনায় ইসরায়েলিসহ নিহত ৪

ইতালির দক্ষিণাঞ্চলের শহর নেপলসের কাছে একটি পর্বতে কেবল কার দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। দেশটির জরুরি সেবা সংস্থাগুলোর বরাতে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
ইতালির সংবাদমাধ্যম জানিয়েছে, নিহতদের মধ্যে দুইজন ব্রিটিশ ও দুইজন ইসরায়েলি নাগরিক রয়েছেন; যদিও এটি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
মাউন্ট ফাইতো এলাকায় কেবল কারের একটি কেবিন নিচে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।
চারজন নিহত ছাড়াও একজন মারাত্মকভাবে আহত হয়েছেন। তাকে হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, দুর্ঘটনার সময় কেবিনটি পর্বতের চূড়ার কাছাকাছি ছিল। তখনই সেটিকে সহায়তা করা কেবলটি (তার) ছিঁড়ে যায়।
এ ঘটনায় তদন্ত শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ। কর্মকর্তারা নিশ্চিত করেছেন, নিহতদের মধ্যে ছিলেন তিনজন যাত্রী এবং কেবল কারটির চালক।
দ্বিতীয় কেবিনের সহায়তায় অন্য যাত্রীদের উদ্ধার করা হয়েছে; কেবিনটি তখন পর্বতের নিচের দিকে ছিল। দুর্ঘটনাকবলিত কেবিনটি থেকে ১৬ জনকে উদ্ধার করে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, তারা ইতালীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে, তবে স্থানীয় গণমাধ্যমে নিহতদের পরিচয় সম্পর্কে যে খবর এসেছে, তা নিশ্চিত করা হয়নি।
আঞ্চলিক প্রেসিডেন্ট দে লুকা জানান, কুয়াশা, বাতাস ও বৃষ্টির মতো খারাপ আবহাওয়ার কারণে কেবিনটি যেখানে পড়ে গিয়েছিল, সেই এলাকায় উদ্ধারকাজে সমস্যা হচ্ছিল।
ফায়ার সার্ভিস জানায়, ৫০ জনের বেশি দমকলকর্মী উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন।
ইতালির গণমাধ্যমে বলা হয়েছে, কেবল কারটি একটি খাড়া এলাকায় চলছিল, ঠিক তখনই কেবলটি ছিঁড়ে যায়। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১,১০০ মিটার ওপরে অবস্থিত মাউন্ট ফাইতো।
মাউন্ট ফাইতো কেবল কার ১৯৫২ সাল থেকে চালু রয়েছে। ১৯৬০ সালে একই লাইনে আরেকটি দুর্ঘটনায় চারজন নিহত হয়েছিলেন।
২০২১ সালে ইতালির উত্তরাঞ্চলের পিয়েমন্তে লেক ম্যাজিওরের সঙ্গে একটি পাহাড়ি এলাকার সংযোগকারী কেবল কার দুর্ঘটনায় ১৪ জন নিহত হন। সেই দুর্ঘটনার কারণ ছিল কেবল ছিঁড়ে যাওয়া এবং জরুরি ব্রেক কাজ না করা।