ধোঁয়াশায় ঢালিউড নায়কদের পারিশ্রমিক
বহির্বিশ্বে তারকাদের বিভিন্ন কাজের খবরের পাশাপাশি তাদের পারিশ্রমিকের খবর দেখা যায়। তারকাদের পারিশ্রমিক নিয়ে ভক্তদের আগ্রহও কম নয়, তারাও জানতে চান কোন নায়ক কত পারিশ্রমিক পান। হলিউড, বলিউডে এ বিষয়ে তথ্য থাকলেও ঢালিউডে এ নিয়ে প্রযোজক থেকে শুরু করে তারকারা এ নিয়ে কখনো কোনো তথ্য দেন না। তবে কয়েকজন প্রযোজক মারফত একটা ধারণা পাওয়া যায়।
সম্প্রতি দেশের একটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, দেশের শীর্ষ নায়ক শাকিব খান সিনেমাপ্রতি দেড় কোটি টাকা পারিশ্রমিক নেন। যার আসলে কোনো ভিত্তি নেই।
ঢাকাই ইন্ডাস্ট্রিতে নায়কদের পারিশ্রমিক অনেকটাই ওঠানামা করে প্রযোজক-শিল্পী সম্পর্কের কারণে। অনেক সময় গল্প ভালো হলে কিংবা প্রযোজকের সঙ্গে সম্পর্কের খাতিরে নায়কেরা তাদের পারিশ্রমিকের চেয়েও অনেক কমে কাজ করে দেন।
সাম্প্রতিক সময়ে কাজ করা প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর ঘনিষ্ঠ সূত্রে খোঁজ নিয়ে জানা গেছে, শাকিব খান এখন পর্যন্ত কোনো সিনেমার জন্য কোটি টাকা পারিশ্রমিক নেননি। সূত্র জানাচ্ছে, ‘প্রিয়তমা’ সিনেমায় ৩৫ লাখ টাকা পারিশ্রমিক নেন শাকিব। এরপর সিনেমা তুমুল হিট করায় তার পরবর্তী সিনেমা ‘রাজকুমার’-এ তিনি নেন ৬৫ লাখ টাকা। ‘দরদ’ সিনেমায় নেন বরাবর ৭০ লাখ, এবং ‘তুফান’-এ এই নায়ক হাঁকান ৮০ লাখ টাকা।
এরপর ‘বরবাদ’ সিনেমায় শাকিব খান প্রাথমিকভাবে চুক্তি হন ৮০ লাখে। এরপর শুটিং শেষে সিনেমাটি ঈদে মুক্তি দেওয়ার চুক্তিতে তিনি কৌশলে পারিশ্রমিক আরো বাড়িয়ে নেন, যা মোট প্রায় ৯৫ লাখ টাকা। এখন পর্যন্ত তিনি সর্বোচ্চ নিচ্ছেন ‘তাণ্ডব’ সিনেমায়। এই সিনেমার জন্য তিনি নিচ্ছেন ৯০ থেকে ৯৫ লাখের মধ্যে।
শাকিবের পর নিজের প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’ দিয়ে ঢাকাই ইন্ডাস্ট্রির মধ্যে এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ পারিশ্রমিক নিয়েছেন আফরান নিশো।
সিনেমাটির জন্য তিনি পারিশ্রমিক নিয়েছেন ৩০ লাখ টাকা। শুধু তা-ই নয়, তার দ্বিতীয় সিনেমা ‘দাগি’-তেও একই পারিশ্রমিক নিয়েছেন বলে ঘনিষ্ঠ সূত্রের খবর।
এর বাইরে এবার ঈদে মুক্তি পেতে যাওয়া ‘জংলি’ সিনেমার জন্য কোনো পারিশ্রমিক নেননি সিয়াম আহমেদ। একাধিক সূত্র জানিয়েছে, সিনেমাটি থেকে এই নায়ক পারসেন্টেজ অর্থাৎ লভ্যাংশ নেবেন। তবে এই নায়ক সিনেমাপ্রতি ১৫-২০ লাখ টাকা নিয়ে থাকেন।
‘ঢাকা অ্যাটাক’, ‘মিশন এক্সট্রিম’, ‘মুজিব একটি জাতির রূপকার’ সিনেমার নায়ক আরিফিন শুভ সিনেমাপ্রতি নেন ১৫ লাখ টাকা। ঠিক একই পারিশ্রমিক নেন চিত্রনায়ক শরিফুল রাজও। ‘ওমর’ সিনেমার জন্য তিনি ১৫ লাখ নিয়েছেন বলেই খবর। চিত্রনায়ক বাপ্পী চৌধুরী নেন ৫-১০ লাখের মধ্যে এবং সাইমন সাদিকের পারিশ্রমিক ৩ থেকে ৫ লাখের ঘরে। এ ছাড়া চিত্রনায়ক নিরব ও ইমন সিনেমাপ্রতি ৩-৫ লাখ টাকা পারিশ্রমিক পেয়ে থাকেন। এদিকে আদর আজাদ এবং জিয়াউল রোশান দুজনেই নেন সিনেমাপ্রতি ৫ লাখ টাকা।

