‘রোহিত-কোহলিদের দুবার অলআউট করে হারাতাম’

সর্বশেষ দুইবারই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলেছে ভারত। তবে কাজের কাজ কিছুই হয়নি। ট্রফিটা যে স্পর্শ করতে পারেননি রোহিত শর্মা ও বিরাট কোহলিরা। এবার তো ফাইনালেই উঠতে পারেনি।
ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ধবলধোলাই হওয়ার পর অস্ট্রেলিয়ার মাটিতেও প্রতিপক্ষের কাছে সিরিজ হেরেছে। এতে করে সমালোচনার মুখে পড়েছেন রোহিত-কোহলিরা। এমন কঠিন সময়ই আবার কথার মাধ্যমে তাদরে ওপর চাপ বাড়িয়েছেন অর্জুনা রানাতুঙ্গে। ভারতের বর্তমান দলকে অনেকে অন্যতম সেরা বললেও মানতে নারাজ শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক।
১৯৯৬ ওয়ানডে বিশ্বকাপে শ্রীলঙ্কাকে চ্যাম্পিয়ন করা রানাতুঙ্গে জানিয়েছেন, ভারতের বর্তমান দলকে দুইবার অলআউট করে সহজেই হারিয়ে দিতো তার দল। তিনি বলেছেন, ‘নব্বই দশকের শুরুর দিকে যখন আমি অধনায়কত্ব করি তখন ভারতের ব্যাটিং অর্ডার দেখেন- গাভাস্কার, ভেংসরকার, অমরনাথ। আমারা তাদের দুবার অলআউট করতে পারিনি। তাদের পরে ব্যাটিংয়ে নামত আজহারউদ্দিন, টেন্ডুলকার, বিনোদ কাম্বলি দ্রাবিড়রা।
কী দুর্দান্ত খেলোয়াড়ই না ছিল তারা।’
এরপরই দ্য টেলিগ্রাফকে সাক্ষাৎকার দেওয়ার সময় ভারতের বর্তমান দলকে নিয়ে কথা বলেন রানাতুঙ্গে। তিনি বলেছেন, ‘আমি একটা প্রশ্ন করছি। আমাকে ভুল বুঝবেন না। ভারতের কি এখন সেই মানের ব্যাটিং অর্ডার আছে? আমি কিন্তু তা মনে করি না।
আমি বলছি, যদি ভারতের এই দলের বিপক্ষে আমার ১৯৯৬ বিশ্বকাপের দল মুখোমুখি হতো তাদের দুইবার অলআউট করতাম। ভারতের মাটিতেই ভারতকে হারাতাম।’