দুই মাস বেতন বকেয়া বাটলারের

নতুন করে চুক্তির মেয়াদ বাড়িয়ে ঢাকায় ফেরা নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার আগের চুক্তির এক মাসের বেতন এখনো বুঝে পাননি। সঙ্গে যোগ হয়েছে নতুন মেয়াদের জানুয়ারি মাসের বেতনও।
দুই মাসের বেতন না পাওয়ার বিষয়টি নিয়ে গতকাল কালের কণ্ঠকে বাটলার বলেছেন, ‘ডিসেম্বর ও জানুয়ারির বেতন এখনো পাইনি।’ বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) এ ব্যাপারে তাগাদা দিয়েছেন কি না, জিজ্ঞেস করা হলে অবশ্য মন্তব্য করতে রাজি হননি তিনি।
২০২৪ সালে ফিফা থেকে বাফুফে যে অর্থ পেয়েছে সেটার আয়-ব্যয়ের হিসাব মেলানোর কাজ শুরু হচ্ছে আজ। চলবে বৃহস্পতিবার পর্যন্ত। সদস্য দেশগুলোকে বিভিন্ন খাতে ফিফা যেসব অর্থ দেয়, সেগুলোর পুরো হিসাব মিলিয়ে নেয়।
সেটা করতেই এরই মধ্যে ঢাকায় এসেছেন ফিফার এক কর্মকর্তা।
গত বছরের হিসাব মেলানোর কাজ শেষ হলেই কোচের বেতন পরিশোধ করা হবে বলে জানিয়েছেন বাফুফের শীর্ষ এক কর্তা, ‘আমাদের অর্থবিষয়ক কমিটি এটা নিয়ে কাজ করছে। ফিফার অডিট শেষ হলেই আশা করি তাঁর বেতন পরিশোধ করা হবে।’