img

স্বপ্নটা কি আজ পূরণ হবে চিটাগাং কিংসের নাকি টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হবে ফরচুন বরিশাল। তা আজ জানা যাবে মিরপুরে বিপিএলের ফাইনাল শেষে। তার আগে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামতে টস জিতে ফিল্ডিং নিয়েছেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল।

একাদশে কোনো পরিবর্তন আনেনি বরিশাল।

 

চিটাগাংয়ের বিপক্ষে প্রথম কোয়ালিফায়ারের একাদশ নিয়ে ফাইনালে নামছে তারা। অন্যদিকে সর্বশেষ একাদশ থেকে একটি পরিবর্তন এনেছে চিটাগাং। ফাইনালে তোলার নায়ক আলিস আল ইসলামের পরিবর্তে অভিজ্ঞ অলরাউন্ডার নাঈম ইসলামকে নিয়েছে তারা। 

 

এক যুগ পর দ্বিতীয়বারের মতো বিপিএলের ফাইনালে উঠেছে চিটাগাং।

 

দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনা টাইগার্সের বিপক্ষে শেষ বলে চার মেরে ২০১৩ সালের রানার্স-আপদের ফাইনালে খেলার সুযোগ করে দিয়েছেন স্পিনার আলিস আল ইসলাম। অন্যদিকে এই চিটাগাংকে হারিয়েই টানা দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠত্বের মঞ্চে সুযোগ পায় বরিশাল। আজ জিতলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়নও হবে।

 

চিটাগাং কিংসের একাদশ:

খাজা নাফে, পারভেজ হোসেন ইমন, গ্রাহাম ক্লার্ক, হুসাইন তালাত, মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), শামীম হোসেন পাটোয়ারি, খালেদ আহমেদ, আরাফাত সানি, নাঈম ইসলাম, শরিফুল ইসলাম ও বিনুরা ফার্নান্দো।

 

বরিশালের একাদশ:

তামিম ইকবাল (অধিনায়ক), তাওহিদ হৃদয়, ডেভিড মালান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, কাইল মায়ার্স, মোহাম্মদ নবী, রিশাদ হোসেন, ইবাদত হোসেন, তানভীর আহমেদ ও মোহাম্মদ আলি।

এই বিভাগের আরও খবর


সর্বশেষ