img

মেসে ফ্রাঙ্কফুর্টের আয়োজনে ফ্রাঙ্কফুর্টে শুরু হয়েছে হোম এবং কন্ট্রাক্ট টেক্সটাইলের বিখ্যাত আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী হেমটেক্সটিল। প্রদর্শনীতে টেক্সটাইল ইন্টেরিয়রের বিশ্বের সবচেয়ে বড় পণ্যের সমাহার নিয়ে দুই হাজার ৯৮০টিরও বেশি প্রদর্শক পণ্য প্রদর্শন করছেন। এর মধ্যে এতে ১৫ জন প্রদর্শক বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন।

বাংলাদেশের সরাসরি ১১টি কম্পানি তাদের পণ্য শোকেস করছে।

 

তার মধ্যে আছে বেড লিনেন, কিচেন লিনেন এবং তোয়ালে। এসিএস টেক্সটাইল, নোমান টেরি টাওয়েল, যাবের অ্যান্ড যুবায়ের এবং টাওয়ল টেক্সের মতো বিখ্যাত কম্পানি ৮ ও ৯ নম্বর হলে তাদের পণ্য প্রদর্শন করছে।

 

বাংলাদেশের রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) উদ্যোগে একটি প্যাভিলিয়নের আয়োজন করেছে যেখানে চারটি কম্পানি বিভিন্ন ধরনের টেক্সটাইল পণ্য উপস্থাপন করছে। এই উদ্যোগটি সংস্থাগুলোকে বিশ্বজুড়ে সম্ভাব্য ক্রেতা এবং অংশীদারদের সঙ্গে সংযোগ স্থাপন করার জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করবে।

হেমটেক্সটিলে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো ভালো অর্ডার পাওয়ার ব্যাপারে আশাবাদী। তারা তাদের তৈরি করা পণ্য প্রদর্শন করতে এবং নতুন ব্যবসায়িক সম্পর্ক স্থাপন করতে আগ্রহী। 

বার্লিনে বাংলাদেশের কমার্শিয়াল কাউন্সেলর সিএইচ মো. গোলাম রাব্বি হেমটেক্সটিল পরিদর্শন করেন। তিনি আশা করেন প্রদর্শনকারীরা মেলা থেকে উল্লেখযোগ্য ব্যবসার সুযোগ নিশ্চিত করবে।

 

তিনি বলেন, বাংলাদেশের রপ্তানি সম্ভাবনা বৃদ্ধি, প্রবৃদ্ধি ও আন্তর্জাতিক বাণিজ্যের নতুন পথ উন্মোচনে হেমটেক্সটাইল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

 

জার্মানির ফ্রাঙ্কফুর্টে প্রদর্শনী চলবে ১৭ জানুয়ারি পর্যন্ত।

এই বিভাগের আরও খবর


সর্বশেষ