অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দিরে পদদলিত হয়ে মৃত কমপক্ষে ৬
দক্ষিণ ভারতে এক মন্দিরের বাইরে পদদলিত হয়ে কমপক্ষে ছয়জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। হাজার হাজার ভক্ত লাইনে দাঁড়িয়ে টোকেন সংগ্রহের সময় এই দুর্ঘটনা ঘটে। এ ছাড়া এ ঘটনায় ২৫ জন আহত হয়েছে বলে জানা গেছে। স্থানীয় সময় বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় এই ঘটনা ঘটে।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, শ্রী ভেংকটেশ্বর স্বামী মন্দিরে দর্শনার্থীদের টোকেন প্রদানের জন্য কর্তৃপক্ষ একটি স্কুলে কাউন্টার স্থাপন করেছিল। মন্দিরটি তিরুপতি নামেও পরিচিত। ১০ থেকে ১৯ জানুয়ারি মন্দিরটি দর্শনের জন্য টোকেন বিলি করা হচ্ছিল। চার হাজারের বেশি মানুষ টিকেটকেন্দ্রে জড় হয় ঘটনার সময়।
প্রায় ২০০০ বছরের পুরনো এই মন্দিরে দর্শনের জন্য বুধবার সকাল থেকেই মানুষ লাইনে দাঁড়াতে শুরু করে এবং ধাক্কাধাক্কির ফলে পদদলিত হয়ে হতাহতের এই ঘটনা ঘটে। রাজ্যের মুখ্যমন্ত্রীর দপ্তর সূত্রে জানা গেছে এই তথ্য।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘অন্ধ্রপ্রদেশের তিরুপতিতে পদদলিত হওয়ার ঘটনায় আমি ব্যথিত। যারা তাদের নিকটাত্মীয়দের হারিয়েছেন তাদের প্রতি আমার সমবেদনা’
সূত্র : রয়টার্স