img

দক্ষিণ এশিয়ার ফুটবলের জনপ্রিয়তা বাড়ানোর জন্য নতুন পদ্ধতিতে টুর্নামেন্টে আয়োজন করতে চায় দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)। নতুন পদ্ধতির মেয়েদের ক্লাব টুর্নামেন্ট করতে চায় চ্যাম্পিয়নস লিগের মতো। সুযোগ পাওয়া দক্ষিণ এশিয়ার দেশের শীর্ষ ক্লাবগুলো হোম এন্ড অ্যাওয়ে পদ্ধতিতে খেলবে।

আজ সাফের বৈঠক শেষে বিষয়টি নিশ্চিত করেছেন সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল।

 

সাধারণ সম্পাদক বলেছেন, ‘এ বছর নতুন টুর্নামেন্ট করব, সাফ উইমেন্স ক্লাব চ্যাম্পিয়নশিপ, এবছরই হবে।’

 

অন্যদিকে ছেলেদের টুর্নামেন্ট আগামী বছর শুরু হবে। ছেলেদের টুর্নামেন্ট নিয়ে আনোয়ারুল বলেছেন, ‘সাফ ক্লাব কমিটিশন ২০২৬ সাল থেকে হবে। প্রতিবছর হবে।

 

এটার ফরম্যাট ঠিক করেছি। সেখানে ৮টি ক্লাব অংশ নেবে। র‍্যাংকিং অনুযায়ী দলগুলো অংশ নেবে। শীর্ষ দেশ থেকে দুইটি ক্লাব এবং বাকিগুলো থেকে একটি করে।

 

 গ্রুপপর্বে এটা হোম এন্ড অ্যাওয়ে পদ্ধতিতে হবে। নকআউটও একই ভাবে হবে।’

 

এ ছাড়া হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে সাফ চ্যাম্পিয়নশিপও আয়োজনের কথাও হচ্ছে। এ বিষয়ে আনোয়ারুল বলেছেন, ‘সাফ চ্যাম্পিয়নশিপ হবে ১৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত। প্রাথমিক তারিখ এটা।

 

খুব শিগগিরই সবগুলো জেনারেল সেক্রেটারির সঙ্গে কথা বলে হোম এন্ড অ্যাওয়ে পদ্ধতিতে শুরু করব। যদি কোনো কারণে এটা সম্ভব না হয় তাহলে তাহলে একটি দেশে অনুষ্ঠিত হবে। তবে আমরা আশা করছি, হোম এন্ড অ্যাওয়ে পদ্ধতিতে করার জন্য এবং সেটার জন্য প্রস্তুতি নিচ্ছি।’

 

এই বিভাগের আরও খবর