আগরতলা সীমান্তে সতর্কতা বাড়িয়েছে ভারত
বিএনপির আগরতলা অভিমুখে লং মার্চের প্রেক্ষিতে ভারতের দিকে সীমান্তে সতর্কতা বাড়ানো হয়েছে। আগরতলায় আন্তর্জাতিক সীমান্ত চেক পোস্টে বাড়তি বাহিনী মোতায়েন করা হয়েছে।
পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপারিনটেন্ডেন্ট কিরণ কুমার কে বিবিসি বাংলাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, ‘গত এক সপ্তাহ ধরেই আমরা বাড়তি পুলিশ বসিয়েছি এখানে।
২৪ ঘণ্টা সতর্কতা রয়েছে। বিএসএফের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখছি আমরা। সীমান্তবর্তী অঞ্চল ও সাম্প্রদায়িকভাবে সংবেদনশীল এলাকাগুলোতে টহল দেওয়া চলছে। সীমান্তেও প্রহরা বাড়ানো হয়েছে।
পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে।’
তবে সীমান্ত বন্ধ করা হয়নি। দুই দেশের বৈধ নাগরিকদের যাতায়াত এবং বাণিজ্য চলমান আছে।
ভারতের আগরতলা অভিমুখে গাড়িবহর নিয়ে লং মার্চ করছে বিএনপির তিন গুরুত্বপূর্ণ সংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।
আজ বুধবার সকাল ৯টায় রাজধানীর নায়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সামনে থেকে লং মার্চটি শুরু হয়।
ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও জাতীয় পতাকার অবমাননার প্রতিবাদে এই কর্মসূচি পালন করে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। আখাউড়ায় গিয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয় এই লং মার্চ।