img

কিছুদিন আগেই ওয়েব সিরিজ ব্লাক মানির ঘোষনা দিয়েছিলেন পরিচালক রায়হান রাফি। সেখানে অভিনয় করার করা শোনা গিয়েছিল নায়ক রুবেল ও চলচ্চিত্র তারকা পূজা চেরির। এরইমধ্যে মঙ্গলবার সন্ধ্যায় এলো ‘ব্ল্যাক মানি’র ফার্স্ট লুক! যেখানে পিস্তল হাতে চিত্রনায়ক রুবেল ও পূজা চেরীকে দেখা গেছে গ্ল্যামারাস লুকে! ফার্স্টলুক শেয়ার করে প্রযোজনা প্রতিষ্ঠান বঙ্গ লিখেছে, কালো টাকা/ বড় বড় ফাঁদ। এটি শেয়ার করে রাফীও জানান, সন্ধ্যায় আসছে বড় ধামাকা!

এরআগে একটি থিম পোস্টার প্রকাশিত হয়।

যেখানে দেখানো হয়েছে একটি আবদ্ধ ঘর, পুরানো আলমারি, টেবিল। ফ্লোর ভর্তি টাকার বান্ডিল। রয়েছে বস্তা বস্তা টাকা। দেখা যায়, চকচকে হাজার টাকার নোট!

গল্প প্রসঙ্গে জানা যায়, হাজার কোটি টাকা নিয়ে ধুন্ধুমার লেগে যায় শহরে।

এই টাকার নিয়ন্ত্রণ নেওয়ার জন্যে খুন হয় শহরের প্রভাবশালী মাফিয়া থেকে শুরু করে রাজনীতিবিদ, শীর্ষ সন্ত্রাসী, ব্যবসায়ীসহ অনেকেই। বয়ে যায় রক্তের বন্যা। কিন্তু এতকিছুর পরেও কি আদৌ সেই টাকা কারও হাতে আসে?

উত্তর জানা যাবে ওয়েব সিরিজ ব্ল্যাক মানি-তে! টান টান উত্তেজনায় ভরা গল্পে এই ওয়েব সিরিজটি বানিয়েছেন সময়ের আলোচিত নির্মাতা রায়হান রাফী। সিনেমা নির্মাণ করে মুন্সিয়ানা দেখানো রাফীর এটি হতে যাচ্ছে প্রথম ওয়েব সিরিজ।

সিরিজে রুবেল ও পূজা চেরী ছাড়াও অভিনয় করছেন সালাউদ্দিন লাভলু, পাভেল, মুকিত জাকারিয়া, সুমন আনোয়ারসহ অনেকে। ধারণা করা হচ্ছে খুব শিগগির সিরিজটি দর্শক দেখতে পারবেন!

এই বিভাগের আরও খবর