img

শহিদুল ইসলাম শাহেদকে আহবায়ক ও মো. শাহাদাতকে সদস্য সচিব করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশাল মহানগরের ১০৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। মাহফুজুর রহমান ইমরানকে মুখ্য সংগঠক ও ইসরাত জাহানকে মুখপাত্র করা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসানাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল অনুমোদিত এ কমিটি বুধবার রাতে প্রকাশ করা হয়। 

এ তথ্য নিশ্চিত করেছেন নবগঠিত কমিটির সদস্য সচিব মো. শাহাদাত। তিনি বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়, সরকারি ব্রজমোহন কলেজ, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, সরকারি বরিশাল কলেজসহ নগরীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের নিয়ে এ কমিটি করা হয়েছে।

নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়করা হলেন- রাকিন খান, হুসাইন আল সুহান, এনামুল হক সজিব, সাগর মাহমুদ মুহসিন, আমতলীর রাহাত রাতুল, আইউব নবী, আশিক খান, এনামুল হক, সরদার মোহাইমিনুল ইসলাম ও জান্নাত আরা রিয়া। যুগ্ম সদস্য সচিব করা হয়েছে- এম রহমান রানা, মোস্তাফিজ রাফি, মুবিন হাসান অর্ণব, ইরফান খান হিমেল, এসএম রহমাতুল্লাহ্ সরদার সাব্বির, লাবন্য রহমান, গলাচিপার তরিকুল ইসলাম মুন্না, শাফী সমির খান, অর্পিতা বহ্নি, নাহিদ ইসলাম, কামরুল ইসলাম এবং মির্জা তামিম হাসানকে। 

এছাড়া সংগঠক পদ পেয়েছেন- শাহাবুদ্দিন মিয়া, মাসরাফি জামান, রাকিবুল ইসলাম শিহাব, আল মাহিদ তালুকদার, জুনায়েদ হোসেন সাদ, জান্নাতুল নাঈম সাকিব, ইয়াসিন আরাফাত, খালেদা রহমান তামান্না, অনন্যা ইসলাম ইশা, লামিয়া রহমান আনহা, ইব্রাহিম হোসেন স্বজন, আদিব বিন ওয়ালিদ ও লিমন হোসেন। কমিটির সদস্য নির্বাচিত হয়েছে, ইসরাত জাহান, সৈয়দা মারিয়া তাবাসসুম, ইসরাত মেহজাবিন ইভা, সাদমান মজুমদার তাসিন, টাঙ্গাইলের লামিয়া রহমান লুবনা, হাসান মাহমুদ, মিতু আক্তার, জুয়াইরিয়া, সাহানা সিদ্দীকা জেমিম, আতিকুর রহমান, মুজাহিদুল ইসলাম নাহিদ, জাবাইদা ইসলাম জেরিন, জিয়াউল কবির জিয়া, আসিবুল আহসান সিফাত, মো. নাঈম, তৌহিদুল ইসলাম, মুশফিকুর রহমান খান সাজিদ, কাইয়ুম জুনায়েদ, শাকিল খান, মাইদুল ইসলাম মিলয়, জুবায়ের ইসলাম তাওহিদ, বায়েজিদ হোসেন, পলি আক্তার, রেদোয়ান, সিরাজুল ইসলাম বাপ্পি, শাওন, সৈয়দ জায়েদ হাসান, এনামুল খান, সাগর হাওলাদার, ওয়াসি ইসলাম দিপ, মাসফি শরীফ, ফখরুল আবেদীন তানভীর, হাবিবুল্লাহ, তৌহিদুল ইসলাম, ফয়েজ আহমেদ জিহান, সিফাত আহমেদ শান্ত ও সাকিল আহমেদ।

 

এই বিভাগের আরও খবর