img

পুলিশের ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) নিয়েগের বাছাই কার্যক্রম শুরু হয়েছে। শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণসহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা (পিইটি) চলবে ৩ নভেম্বর ২০২৪। সকাল সাড়ে ৭টায় সংশ্লিষ্ট রেঞ্জের মাঠ বা ভেন্যুতে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সাব-ইন্সপেক্টর বা এসআই (নিরস্ত্র) পদে নিয়োগপ্রক্রিয়া সাধারণত বেশ কয়েক ধাপে হয়।

ধাপগুলো হচ্ছে—প্রিলিমিনারি স্ক্রিনিং, শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই, লিখিত ও মনস্তাত্ত্বিক, কম্পিউটার দক্ষতা, বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষা, স্বাস্থ্য পরীক্ষা, পুলিশ ভেরিফিকেশন ও মৌলিক প্রশিক্ষণের জন্য চূড়ান্ত মনোনয়ন। প্রার্থীকে দৌড়, জাম্পিং ও রোফ ক্লিম্বিংয়ে অংশ নিতে হবে। এই ধাপ উতরালেই প্রার্থী লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত হবেন। অবিবাহিত পুরুষ ও নারী প্রার্থীরাই বাছাই পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন।

 

বাছাই প্রক্রিয়া

♦   নির্ধারিত কাগজপত্রসহ পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হয়ে শারীরিক সক্ষমতা যাচাই (পিটিই)-এর বিভিন্ন ইভেন্টে অংশ নিতে হবে।

♦   পিটিই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা লিখিত ও মনস্তত্ত্ব, কম্পিউটার দক্ষতা এবং বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারবেন।

♦   প্রার্থীদের নিজের রেঞ্জাধীন পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হয়ে ৩টি বিষয়ে ২৫০ নম্বরের লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে। বিষয়গুলো হলো—ইংরেজি ও বাংলা রচনা ও কম্পোজিশন (১০০), সাধারণ জ্ঞান ও গণিত (১০০) এবং মনস্তত্ত্ব (৫০)।

 

♦   লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষায় উত্তীর্ণদের কম্পিউটার দক্ষতা পরীক্ষা দিতে হবে।

♦   উত্তীর্ণ প্রার্থীদের ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।

♦   প্রার্থীদের ৫০ নম্বরের বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

♦   উত্তীর্ণ প্রার্থীদের অনলাইনে চিকিৎসার ইতিবৃত্ত ফরম দাখিল করতে হবে এবং কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে উপস্থিত হয়ে স্বাস্থ্য পরীক্ষায় অংশ নিতে হবে।

♦   স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশনে সন্তোষজনক ফলের ভিত্তিতে প্রার্থীদের মৌলিক প্রশিক্ষণের জন্য বাছাই করা হবে।

 

রাকিবুল ইসলাম

এই বিভাগের আরও খবর