img

ভোজপুরি ইন্ডাস্ট্রির অন্যতম বিখ্যাত ও রোমান্টিক জুটি আম্রপালি দুবে ও দীনেশ লাল যাদব নিরহুয়াকে পছন্দ করেন এমন মানুষের সংখ্যা অনেক বেশি। ভোজপুরি দর্শকরা এই দুজনকে একসঙ্গে পর্দায় দেখতে মরিয়া। আম্রপালি দুবে ও নিরহুয়ার গান মুক্তির অপেক্ষায় থাকেন শ্রোতারা।

এদিকে তাদের পুরনো গানগুলোও ইউটিউবে ব্যাপক ভাবে ভাইরাল হয়েছে। ‘নিরহুয়া হিন্দুস্তানি ২’ ছবির এমনই একটি ভোজপুরি গান ‘নাশা মে চাধল বা আঁখিয়ান’ বর্তমানে ইউটিউবে ভাইরাল হয়েছে। ইউটিউবে বারবার এই গানটি সার্চ করছেন দর্শকরা। গানটি ইউটিউবে আলোড়ন সৃষ্টি করছে।

এই গানের ভিডিওতে নিরহুয়া এবং আম্রপালি দুবের মধ্যে রসায়ন বরাবরের মতোই চমৎকার দেখাচ্ছে। এটি একটি রোমান্টিক গান, যেখানে নিরহুয়া এবং আম্রপালি দুজনকেই প্রকাশ্যে রোমান্স করতে দেখা যায়। ছবির এই গানটি সাজানো হয়েছে প্রিয়াঙ্কা সিং ও মধুকর আনন্দের কণ্ঠে।ওয়েভ মিউজিকের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে ‘নিরহুয়া হিন্দুস্তানি ২’-এর এই গান ‘নাশা মে চাদাল বা আঁখিয়া’। গানটি এখন পর্যন্ত দশ লক্ষ বারের বেশি দেখা হয়েছে। এই গানের ভিডিওটিও এখানে কয়েক হাজার লাইক পেয়েছে।

এই বিভাগের আরও খবর