img

অস্থায়ী ভিত্তিতে ৬ ধরনের পদে ৮৫ জন নিয়োগ দেবে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল। পদগুলো ১১ থেকে ২০তম গ্রেডের। প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। একজন প্রার্থী শুধু একটি পদে আবেদন করতে পারবেন।

 

সবগুলো পদে সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।

 

 

পদের বিবরণ:

১. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা: ১টি
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড: ১৪)
আবেদনের যোগ্যতা: স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার চালনায় দক্ষতা। সাঁটলিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে ৭০०শব্দ ও বাংলায় ৪৫ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দের গতি থাকতে হবে।

 

 

২. পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর
পদ সংখ্যা: ১টি
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড: ১৪) 
আবেদনের যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার চালনায় দক্ষতা। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দের ন্যূনতম গতি এবং স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।

৩. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদ সংখ্যা: ৪টি
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড: ১৬)
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস।

 

কম্পিউটার চালনায় দক্ষতা। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে।

 

৪. পদের নাম: ইনস্ট্রুমেন্ট কেয়ারটেকার
পদ সংখ্যা: ১টি
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
আবেদনের যোগ্যতা: ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ট্রেডে এইচএসসি (ভোকেশনাল) পাস।

৫. পদের নাম: রিসিপশনিস্ট
পদ সংখ্যা: ২টি
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড: ১৬)
আবেদনের যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।

 

ই-মেইল, স্ক্যানার, ফ্যাক্স ও টেলিফোন চালনায় দক্ষতা থাকতে হবে।

 

৬. পদের নাম: অফিস সহায়ক
পদ সংখ্যা: ৭৬টি
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড: ২০)
আবেদনের যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।


প্রার্থীর বয়সসীমা: ১৩ জুন ২০২৪ তারিখে আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে বয়স অনূর্ধ্ব ৩২ বছর। বয়স প্রমাণের জন্য এভিডেভিট গ্রহণযোগ্য নয়।

আবেদন ফি: পদভেদে আবেদন ফি ১১২ থেকে ২২৩ টাকা (চার্জসহ)। 

আবেদনের সময়সীমা: ২৪ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত।

নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদনের লিংক: http://kgh.teletalk.com.bd

এই বিভাগের আরও খবর