img

উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে সহযোগিতাকারী বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের বিরুদ্ধে অর্থ আত্মসাৎসহ প্রতারণার অভিযোগ করে বিক্ষোভ করেছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা। এ সময় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এম কে বাশারসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ৩০ কোটি টাকার বেশি অর্থ আত্মসাতের অভিযোগ করা হয়।

আজ মঙ্গলবার (১৩ আগস্ট) সকালে রাজধানীর গুলশানে সড়ক অবরোধ করে ভুক্তভোগী শিক্ষার্থীরা প্রতিষ্ঠানটির সামনে বিক্ষোভ করেন।

এরআগে গতকাল সোমবার রাতে ভুক্তভোগী শিক্ষার্থীরা বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান বাশারের স্ত্রী ও এর ভাইস-চেয়ারম্যান খন্দকার সেলিনা রওশন, জিএম আবু জাহিদ ও ক্যাশিয়ার মাহবুব হোসেনকে গুলশান থানা এলাকায় কর্তব্যরত সেনা কর্মকর্তাদের কাছে সোপর্দ করেন।


একই সঙ্গে শিগগিরই তারা প্রতিষ্ঠানটিকে টাকা ফেরত দেওয়ার আলটিমেটাম দেন। 
প্রতারণার শিকার ছাত্রদের প্রতিনিধি মেহেদী হাসান গণমাধ্যমকে জানান, গত দুই বছর ধরে কানাডায় পাঠানোর কথা বলে টাকা জমা নিয়েছে বিএসবি গ্লোবাল। তারা কানাডার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও টিউশন ফি বাবদ শিক্ষার্থীদের কাছ থেকে টাকা জমা নেয়। অনেকে তার পরিবারের সদস্যদের জন্যও টাকা জমা দিয়েছেন।


কেউ ১২ লাখ, কেউ ১৫ লাখ টাকাও দিয়েছেন। তারা সবাই এখন বিপাকে পড়েছেন।
 

এই বিভাগের আরও খবর