img

চট্টগ্রামে নতুন ব্রিজে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

পূর্বঘোষিত ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে কোটাবিরোধী আন্দোলনকারীরা। এ কারণে মহাসড়কে বন্ধ রয়েছে যান চলাচল।

বৃহস্পতিবার (১৮ ‍জুলাই) সকাল ১০টার দিকে চট্টগ্রাম শাহআমানত সেতু এলাকায় জড়ো হয়ে অবস্থান নেন কোটাবিরোধী আন্দোলনকারীরা। এরপর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বসে বিক্ষোভ শুরু করেন। এতে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে কর্ণফুলী ও আনোয়ারা পথে বহু গাড়ি আটকা পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আন্দোলনকারীরা সড়কের দুই পাশ অবরোধ করে রাখে। এর কিছুক্ষণ পর পুলিশ ও কোটাবিরোধীকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ আন্দোলনকারীদের নতুন ব্রিজ থেকে তাড়িয়ে রাহাত্তপুলের দিকে নিয়ে যায়।


এছাড়া আন্দোলনকারীদের মধ্যে নাজমুল হাসান নামে একজন আটক করেছে পুলিশ। তিনি সিটি কলেজের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে।


এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আশরাফুল করিম বলেন, সড়কের বিভিন্ন পয়েন্টে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। নতুন ব্রিজ থেকে একজনকে আটক করা হয়েছে। সকাল থেকে প্রচুর পরিমাণ বিজিবি এবং পুলিশ সদস্য মাঠে রয়েছে। বিজিবির তিনটি রায়ট কন্ট্রোল গাড়ি এবং দুই প্লাটুন বিজিবি মাঠে নেমেছে।


প্রসঙ্গত, শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা, খুনের প্রতিবাদ, খুনিদের বিচার, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করা এবং কোটাব্যবস্থার যৌক্তিক সংস্কারের দাবিতে আজ বৃহস্পতিবার ‌‌‘কমপ্লিট শাটডাউন’ পালন করছেন কোটাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা। এই কর্মসূচি চলাকালে শুধু হাসপাতাল, গণমাধ্যমসহ অন্যান্য জরুরি সেবা ছাড়া সবকিছু বন্ধ থাকবে।

এই বিভাগের আরও খবর