img

ভারতীয়রা তুফান দেখছে না

অনেক আশা নিয়ে বাংলাদেশের নাম্বার ওয়ান হিরো শাকিব খান কলকাতায় গেলেন। আজ তার অভিনীতি ছবি তুফান সেখানে মুক্তি পেয়েছে। তিনি এবং ছবির পরিচালকের আশা ছিল তুফান ভারতেও সুপারহিট ব্যবসা করবে। কিন্তু সে আশা আর পূরণ হচ্ছে। আজ প্রথমদিন ছবি দেখতে হলে আসেনি পশ্চিমবঙ্গে দর্শকরা।

বাংলাদেশের পর শুক্রবার (৫ জুলাই) ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত ‘তুফান’। জানা গেছে, সেখানকার ৪৫টির বেশি সিনেমা হলে চলছে ছবিটি। তবে প্রচুর প্রচারণা চালিয়েও মুক্তির প্রথম দিনেই দর্শক খরায় বড়সড় ধাক্কা খেল রায়হান রাফি পরিচালিত আলোচিত এ সিনেমাটি।

কলকাতায় মুক্তির আগে সেখানকার ইউটিউবাররা তুফানের প্রশংসা করলেও এবার সেই দেশে মুক্তি পাওয়ার পর দেখা যাচ্ছে ভিন্ন চিত্র।

বৃহস্পতিবার (৪ জুলাই) সিনেমাটির প্রিমিয়ার শো হয়। সেখানে সিনেমার নায়ক, নায়িকা, কলাকুশলীরা অংশ নেন। অংশ নেন টালিউডের জনপ্রিয় অভিনয়শিল্পীরাও। ছোট পর্দার অভিনয়শিল্পীদেরও চাঁদের হাট বসেছিল এ সিনেমার প্রিমিয়ার শোতে। জমকালো প্রিমিয়ার শোর পর শুক্রবার (৫ জুন) যখন সিনেমাটি রিলিজ দিলো তখন দর্শক সাড়া পায়নি। এমনকি অনেক প্রেক্ষাগৃহে দর্শক না পাওয়ায় শো বন্ধ করে দেওয়া হয়।

এই বিভাগের আরও খবর