img

তীব্র গরমে বিপর্যস্ত জনজীবন। অসহীয় এই তাপদাহ থেকে পথচারী, রিকশাচালক, ভ্যানচালক ও বিভিন্ন শ্রমজীবী মানুষদের স্বস্তি দিতে বিনামূল্যে স্যালাইন পানি ও শরবত বিতরণ করছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর কলি ফাউন্ডেশন’।

আজ রবিবার দুপুরে উত্তরা আজমপুর এলাকায় স্যালাইন পানি ও শরবত বিতরণ করেন সংগঠনের উপদেষ্টা জামাল উদ্দীন রাসেল। 

এ সময় উপস্থিত ছিলেন আলোর কলি ফাউন্ডেশনের নির্বাহী কমিটির সদস্য রাহাত হোসেন পাপু, রাশেদ উল হক সরকার, শফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবী মিশোন, হাসানসহ অনেকে। এ সময় প্রায় ৩ শতাধিক পথচারী, রিকশাচালক, ভ্যানচালক ও বিভিন্ন শ্রমজীবী মানুষের মাঝে স্যালাইন পানি ও শরবত বিতরণ করা হয়। 

তীব্র গরমে মানুষকে স্বস্তি দিতে এমন উদ্যোগ সম্পর্কে জামাল উদ্দীন রাসেল বলেন, ‘গরমে একটু স্বস্তি দিতে আমরা ন্যূনতম দুই-তিনশো মানুষকে বিনামূল্যে শরবত দিয়েছি। প্রথমে আমরা এটা বেশি গুরুত্ব দিয়ে বিবেচনা করিনি। কিন্তু পরে সবার আগ্রহ দেখে ভালো লেগেছে। রাশেদ উল হক সরকার বলেন, যতদিন তীব্র গরম থাকবে আলোর কলি ফাউন্ডেশন এই কার্যক্রম চালিয়ে যাবে।

এই বিভাগের আরও খবর


সর্বশেষ